আগামী ২১ জুন, বিশ্ব সঙ্গীত দিবসে, রাত সাড়ে ৮টায় ডিজিটাল মাধ্যমে জড়ো হচ্ছেন বাংলার সংগীত জগতের একঝাঁক শিল্পী৷এই অতিমারির আবহে শ্রোতা-দর্শকদের ওয়েব প্ল্যাটফর্মেই গান শোনাবেন তাঁরা । আর এই ভার্চুয়াল অনুষ্ঠানের টিকিট থেকে প্রাপ্ত অর্থ, শিল্পীরা পৌঁছে দেবেন কোভিড অতিমারি ও ইয়াস বিপর্যস্ত মানুষের কাছে।ভার্চুয়াল অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকছেন রিনি বিশ্বাস।

আমরা অতীতেও নানা ঘটনায় দেখেছি, শিল্পীরা গানকে মাধ্যম করেছেন নানা কাজে৷ কখনও তা হয়েছে প্রতিবাদের ভাষা, কখনও আবার মানুষকে মোটিভেটেড করার কাজে৷শুধু বিনোদনের উদ্দেশ্যই নয় গানের, এর সূত্রে ‌বহু মানুষের মনের এবং বিবেকের কাছে পৌঁছোনো যায় অনায়াসেই। যে-মনোভাব থেকে মানুষও এগিয়ে আসেন বিপদগ্রস্তের সাহায্যে৷ এই অভিপ্রায়েই এবার একত্রিত হয়েছেন কণ্ঠশিল্পীরা। বর্তমান সময়ের অন্ধকারময় পরিস্থিতিতে মানুষের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই এই অনুষ্ঠানে অংশ নেবেন শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, অনুপম রায়, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, জয় সরকার,  রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, জয়তী চক্রবর্তী, উপল সেনগুপ্ত সহ বাংলার বহু বিশিষ্ট সঙ্গীতশিল্পী।

অনুষ্ঠানের টিকিট মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। তবে যারা ওই দিন কোনও কারণে ব্যস্ত থাকার দরুন অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারবেন না, তাঁদের সুবিধার্থে রয়েছে ভিন্ন ব্যবস্থা। ২১ জুনের পরেও টানা ৭ দিন টিকিট কেটে অনলাইনে দেখা এবং শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।

সংগৃহিত অর্থ কোন কাজে লাগবে? ওষুধ, ভ্যাকসিন, রক্ত, প্লাজমা, হাসপাতালের শয্যা এমনকী অক্সিজেনের প্রয়োজনে ব্যয় হবে এই টাকা।একদিকে কোভিডের কারণে বেহাল রাজ্যের পরিস্থতি৷ তার ওপর থাবা বসিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস৷বহু জেলাই বিপর্যস্ত এর করাল গ্রাসে৷ সব মিলিয়ে এই অশান্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টলিপাড়ার তারকারাও।আর এবার বাংলার শিল্পীরা গান শুনিয়ে তহবিল গড়ে ত্রাণ  পৌঁছে দেবেন দুর্গতদের কাছে।

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সামলাতে, তৃতীয় ওয়েভ-এর আশঙ্কায় যখন আতঙ্কিত মানুষ, তখন তাদের মানসিক অবসাদ কাটাতে সাহায্য করবে গান-- এই বিশ্বাসও কাজ করছে শিল্পিদের মনে৷ এই পরিস্থিতিতে যখন প্রোগ্রাম বা মঞ্চে গাইবার সুযোগ নেই শিল্পীদের, তখন মানুষকেও এভাবেই গান শোনার ইচ্ছেপূরণ করতে হবে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...