সলমান খান যখনই নতুন কিছু করেন, তাঁকে নিয়ে জোর গুঞ্জন শুরু হয় বলিউডে৷ বহু মানুষের হার্টথ্রব এভাবেই নানা সময়ে থেকেছেন খবরের শিরোনামে৷ সম্প্রতি গোল বেধেছে তাঁর আসন্ন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ নিয়ে৷ এই ছবিতে তিনি অভিনয় করবেন জানার পর থেকেই, জোর আলোচনা শুরু হয়েছে গোটা দেশে। ছবিটি নিয়ে আপাত ভাবে কিছু সমস্যাও তৈরি হয়েছে।
জানা গেছে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির জন্য সলমান জুটি বাঁধছেন পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থার সঙ্গে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। ছবিতে আরও থাকছেন পুজা হেগড়ে, আয়ুষ শর্মা ও জাহির ইকবাল। কমেডি ড্রামা-ধর্মী এই ছবি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আনবে বলেই বক্তব্য ছবির পরিচালকের। একটি পরিবারের গল্প এই ছবিতে বলা হবে, যে-পরিবার ইদ ও দিওয়ালি দু'টোই সমান উচ্ছাসের সঙ্গে উদযাপন করে থাকে। পারিবারিক ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরাই এই ছবির উদ্দেশ্য।
অনেকে কিন্তু মনে করছেন, এই ছবি আসলে সলমানের পরিবারেরই গল্প৷ কারণ এ ছবির কাহিনির সঙ্গে বেশ মিল আছে সল্লু মিয়াঁর অফ স্ক্রিন জীবনের৷ সলমানের বাবা সেলিম খান মুসলমান, কিন্তু সলমানের মা সুশীলা চড়ক হিন্দু।অপর দিকে সলমানের সৎ-মা হেলেন ক্রিশ্চান। তাই অনেকেই মনে করছেন, এই ছবি আসলে সলমানের পরিবারের উপরে ভিত্তি করেই তৈরি হচ্ছে। কিন্তু জট তৈরি হয়েছে ছবির নাম নিয়ে৷এ নিয়ে আরও সমস্যা হতে পারে এই আশঙ্কাতে ভুগছেন ছবির প্রযোজক-পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ও ফারহাদ সামজি। ছবির নামে ধর্মীয় উস্কানি রয়েছে, এমন কথা ভেবে সমাজে বেশ কিছু মানুষের অসুবিধা হতে পারে -- এমনই ধারণা দু'জনের। মানুষের ধর্মীয় ভাবাবেগে যাতে আঘাত না লাগে, সে জন্যেই এখন নতুন নামের সন্ধানে রয়েছেন ছবির প্রযোজক ও পরিচালক!
এদিকে এই মুহুর্তে সারা ভারত জুড়ে তাঁর অজস্র অনুগামী অপেক্ষা করে আছেন করোনা সামলে কবে মুক্তি পাবে তাঁর আসন্ন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এই ছবিতে সলমানের বিপরীতে দেখা যাবে বিশিষ্ট অভিনেত্রী দিশা পটানিকে। এছাড়াও এতে স্ক্রিন শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ । রাধের পাশাপাশি আসছে সলমানের ‘ টাইগার ৩’। ভরপুর আ্যাকশন থ্রিলার এই ছবির অন্যতম আকর্ষণ হলেন ইমরান হাশমি।অনুরাগীদের মন রাখতে, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ থাকছেন এই ছবিতে। রাধে, টাইগার ৩ ছাড়াও সলমানের ‘অন্তিম: দ্য আল্টিমেট ট্রুথ’ পর্দায় কী জাদু দেখায়, এখন তারই অপেক্ষা৷