করোনার দ্বিতীয় ঢেউ কাউকে নিষ্কৃতি দিচ্ছে না৷ দেশজুড়ে মৃত্যুমিছিল৷হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, চতুর্দিকে শুধু মুমূর্ষু রোগীদের যন্ত্রণা৷  কাতারে কাতারে মরছে মানুষ, অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একেকটা প্রাণ, নেই পর্যাপ্ত পরিমাণে টিকাও।বিপর্যয় থেকে মুখ সরাতে পারেনি বলিউডের মায়া নগরীও৷ কিন্তু বলিউড সেলিব্রিটিদের অনেকেই যখন এই পরিস্থিতিতেও গায়ে হাওয়া লাগিয়ে প্রমোদভ্রমণে যাচ্ছেন মালদ্বীপে, কেউ পোস্ট করছেন রঙিন সেলফি ছিক তখনই মানবতার নজির হয়ে উঠছেন কেউ কেউ৷

দেশ জুড়ে আজ একাধিক তারকা তাঁদের ঝুলি উপুড় করে দিয়েছেন । কেউ দান করেছেন দেশের তহবিলে, কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, কেউ বিশ্ববাসীর থেকে জোগাড় করছেন অনুদান । নিজেদের সাধ্য মতো দিয়ে এ বার পাশে দাঁড়ালেন অর্জুন-অংশুলাও । দু’জনেই মুক্ত হস্তে দান করলেন করোনা যুদ্ধে ।

বলি-অভিনেতা অর্জুন কাপুর  ও তাঁর বোন অংশুলা কাপুর  পাশে দাঁড়ালেন ৩০ হাজার কোভিড আক্রান্ত পরিবারের । অনলাইন সেলিব্রিটি ফান্ড রেইজিং-এর মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা তুলেছেন প্রযোজক বনি কাপুর ও মোনা কাপুরের দুই ছেলেমেয়ে ।

এই প্রসঙ্গে অর্জুন কাপুর জানিয়েছেন, তাঁর জীবনের অনেকটা সঞ্চয় এই কাজে দান করেছেন তিনি । আর সেটা করতে পেরে দারুণ খুশি তিনি । তিনি বলেছেন, ‘‘এই প্যানডেমিক আমাদের মানুষের যন্ত্রণা দেখিয়েছে । এটাই সঠিক সময়, মানুষের পাশে এসে দাঁড়ানোর । মাসের রেশন থেকে শুরু করে গরম খাবার, হাতে নগদ টাকা, স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সবটাই তাঁদের দেওয়ার চেষ্টা করছি আমরা ।’’

দলে দলে যেখানে মানুষ মারা যাচ্ছেন দেশে, দৈনিক সংক্রমণ প্রায় ৪ লক্ষ, সেখানে এরকম দান নিয়ে এগিয়ে আসার প্রয়োজন অপরিসীম৷ আমাদের দেশের এই বিপুল জনসংখ্যার কারণেই পরিস্থিতি এবং পরিষেবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে৷  মরছেন দেশের বহু মানুষ । আর এ হেন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন সোনু সুদের মতো অনেক তারকাই ।সেই পথে পা বাড়িয়েছেন এই তারকা ভাইবোন অর্জুন এবং অংশুলা ৷ সোশ্যাল মিডিয়ায় ভরসা দিয়ে বার্তা দিয়েছেন ‘পাশে আছি ।’ এই কঠিন কঠোর পৃথিবীতে মানবতার আরও নজির তৈরি হোক, এটাই এখন একমাত্র চাইবার।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...