১৯৫২ সালে প্রকাশিত হয়েছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। এটি শরদিন্দু-র লেখা ব্যোমকেশ সিরিজের বারোতম উপন্যাস। এই মর্মস্পর্শী উপন্যাসে ব্যোমকেশ তাঁর বিশ্বস্ত সহযোগী অজিতকে সঙ্গে নিয়ে অধ্যাপক ঈশান চন্দ্র মজুমদারের অকালমৃত্যুর তদন্ত শুরু করেন।
ঈশান চন্দ্র মজুমদারের মৃত্যুটা সত্যিই সাপের কামড়ে হয়েছিল নাকি অন্য কোনও কারণে হয়েছিল, সেই রহস্য উন্মোচন করতে ডিএসপি পুরন্দর পান্ডের সঙ্গে দল বেঁধে তদন্ত শুরু করেছিলেন ব্যোমকেশ। আর এই রহস্য উন্মোচন করতে গিয়ে এসে যায় এক পাহাড়ের দুর্গের বিষয়। সেই দুর্গে-ই নাকি লুকিয়ে আছে অধ্যাপক ঈশান চন্দ্র মজুমদারের মৃত্যু রহস্য। এরপর সত্য ও ন্যায়ের জন্য ব্যোমকেশ কীভাবে তাঁর বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করে রহস্য উন্মোচন করবেন, তা-ই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র ক্লাইম্যাক্স। আর এই কাহিনিকে এবার বড়োপর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
বিরসা পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির মাধ্যমে ব্যোমকেশ বক্সির ভূমিকায় প্রথমবারের মতো পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুপারস্টার দেব। বিখ্যাত অভিনেতাদের মধ্যে উত্তম কুমার, রজিৎ কপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, জিশু ইউ সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, সুশান্ত সিং রাজপুত, অনির্বাণ ভট্টাচার্য এবং গৌরব চক্রবর্তী-র পর এবার দেব-এর নামও যুক্ত হল ব্যোমকেশ-এর চরিত্রাভিনেতার তালিকায়। বলা বাহুল্য, ব্যোমকেশ-এর চরিত্রে দেব-কেও দেখার চরম আগ্রহ তৈরি হয়ে গেছে দর্শকদের মধ্যে।
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে ব্যোমকেশ রূপী দেব-এর সঙ্গে সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য-কে। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় এবং দেবেশ চট্টোপাধ্যায়।
বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে অভিনয় প্রসঙ্গে দেব জানিয়েছেন, ‘আমি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। তাই অত্যন্ত জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ-এর ভূমিকায় অভিনয় করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করি, ব্যোমকেশ বক্সী হিসাবেও আমাকে মনে রাখবেন সিনেমাপ্রেমীরা । আসলে, ব্যোমকেশ চরিত্রের বুদ্ধিমত্তা এবং সত্যের জন্য নিরলস সাধনা, আমাকে সর্বদা কৌতূহলী ও আকর্ষণ করেছে। অতএব, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে ব্যোমকেশ-এর চরিত্রে রূপদান করে আমি অন্যরকম এক রোমাঞ্চকর সিনেমাটিক অভিজ্ঞতা অর্জন করেছি।’