ভালো বাংলা ছবির জন্য সারা বছরই মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। কিন্তু শারদোৎসব উপলক্ষ্যে দর্শকদের উন্মাদনা বেড়ে দ্বিগুন হয়। এবার হয়তো দর্শকদের মন ভরিয়ে দেবে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলি। কারণ, যে-সব ছবি মুক্তি পেতে চলেছে এবার শারদোৎসব উপলক্ষ্যে, সেই সবক’টি ছবি-ই বড়ো প্রযোজনা সংস্থার এবং বিগ বাজেটের। শুধু তাই নয়, এই সব ছবির পরিচালকরাও স্বনামধন্য এবং তাঁদের ছবিতে মুখ্য চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁরাও সকলে টলিউডের নামীদামী অভিনেতা-অভিনেত্রী। সব মিলিয়ে, দর্শকদের ভালোলাগার সবরকম উপকরণ রয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলিতে।
শারদোৎসব উপলক্ষ্যে মুক্তি পেতে চলা চারটি বাংলা ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। মুক্তির দিনও নানা ভাবে জেনেছেন অনেকেই। কিন্তু যারা এখনও জানেন না যে কোন-কোন বাংলা ছবি মুক্তি পেতে চলেছে এই অক্টোবর-এ, সেইসব ছবির কারা পরিচালক, কারা অভিনয় করেছেন কিংবা কোন ছবির কাহিনিই-বা কেমন, সেই সব তথ্য-ই পরিবেশিত হচ্ছে এই লেখায়।
যে চারটি ছবি মুক্তি পেতে চলেছে ২০২৩-এর অক্টোবর-এ, সেই চারটি ছবি হল—‘দশম অবতার’, ‘জঙ্গলে মিতিন মাসি’, ‘রক্তবীজ’ এবং ‘বাঘা যতীন’।
দশম অবতার
‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ এবং ‘জিও স্টুডিয়ো’ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সৌমিক হালদার। সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত। ছবির সুরকার অনুপম রায় এবং আবহ সংগীতে ইন্দ্রদীপ দাশগুপ্ত।
ছবির নামেই রয়েছে পুরাণের ছোঁয়া। ‘বাইশে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’-র মিশেলে তৈরি হয়েছে ছবি। ‘বাইশে শ্রাবণ’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র প্রবীর রায়চৌধুরী এবং ‘ভিঞ্চি দা’-য় অনির্বাণ ভট্টাচার্য ওরফে বিজয় পোদ্দার মিলেছেন এবার ‘দশম অবতার’-এ। এরা দু’জনেই রহস্যের সমাধান করবেন। কিন্তু কী সেই রহস্য? আসলে ‘বাইশে শ্রাবণ’-এর মতো ‘দশম অবতার’-এও পরপর কয়েকটি খুন হবে এবং কে বা কারা সেই খুনগুলি করছে, সেই রহস্য-ই উদঘাটন করবেন মিস্টার রায়চৌধুরী এবং মিস্টার পোদ্দার। আগামী ১৯ অক্টোবর অবসান ঘটবে সমস্ত কৌতূহলের, কারণ, ওই দিন মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় রচিত এবং পরিচালিত ছবি ‘দশম অবতার’।