২০২৪-এর শারদোৎসবের জন্য এখনও আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এই ইংরেজি বছরের শুরুতে শারদোৎসবের আবহ উপলব্ধি করতে পারবেন সিনেমাপ্রেমীরা। কারণ, ১২ জানুয়ারি মুক্তি পাবে শারদোৎসবের পটভূমিতে তৈরি বাংলা ছবি ‘বিজয়ার পরে’।
পরিচালক অভিজিৎ শ্রীদাস তাঁর ‘বিজয়ার পরে’ ছবিটি সম্পর্কে জানিয়েছেন, এই ছবিটি দেখতে বসে দর্শকরা উপলব্ধি করবেন গভীর প্রেম, পারিবারিক বন্ধন এবং মানবিক চেতনা। এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের ক্রমবর্ধমান যে বিভাজন, তা কীভাবে ছবির শেষে অন্য রূপ নেবে, তাও প্রত্যক্ষ করবেন দর্শকরা। শুধু তাই নয়, প্রেম কতটা শক্তিশালী হলে জীবন-মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে, তাও প্রতিফলিত হবে ‘বিজয়ার পরে’ ছবিতে।
পরিচালকের আরও দাবি, মানবিক মূল্যবোধের বিষয় নির্ভর এই ছবিটি দেখতে বসে দর্শকরা মুগ্ধ হবেন এবং তাদের হৃদয় ছুঁয়ে যাবেই। ছবিটির সিনেম্যাটোগ্রাফি, সংগীত এবং অভিনয়ও দর্শকদের মন জয় করে নেবে বলে দাবি করেছেন ছবির প্রযোজক সুজিত রাহা।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাড়াও, ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে ‘বিজয়ার পরে’। তাই ছবিটির বাণিজ্যিক সাফল্যের ব্যাপারেও ভীষণ আশাবাদী ছবির পরিচালক, প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবিটিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, ঋতব্রত মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অনিমেষ ভাদুড়ী, মিসকা হালিম, খেয়া চট্টোপাধ্যায়, তনিকা বসু, বিমল গিরি এবং সম্প্রীতি ঘটক।
পরিচালক অভিজিত শ্রীদাস-এর এটি প্রথম ছবি। ১৪৬ মিনিটের এই ছবিটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক স্বয়ং। এসআর জুপিটার মোশন পিকচার্স-এর ব্যানারে নির্মিত ‘বিজয়ার পরে’ ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুপ্রিয় দত্ত। ছবিটির সংগীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। তিনি নিজেই লিখেছেন এই ছবির গান। কন্ঠদান করেছেন লগ্নজিতা চক্রবর্তী, ইশান মিত্র, রণজয় ভট্টাচার্য এবং শাওনী মজুমদার। ছবিটির সম্পাদনায় ছিলেন অনির্বাণ মাইতি। শিল্প নির্দেশক রণজিৎ ঘোড়াই। কার্যনির্বাহী প্রযোজক প্রসেনজিৎ সিকদার এবং অগ্নিশ্বর বসু। সাউন্ড ডিজাইনার অয়ন ভট্টাচার্য এবং অভীক চট্টোপাধ্যায়। পোশাক সরবরাহ করেছেন সন্দীপ জয়সওয়াল ও অভিষেক রায়। মেক আপ-এ ছিলেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে ব্যবহৃৎ ‘যত্নে রাখা’ শীর্ষক গানটি মুক্তি পেয়েছে সম্প্রতি। প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি ইতিমধ্যেই অনেকের ভালো লেগেছে বলে প্রতিক্রিয়া পাচ্ছেন তারা।