সকলেই জানেন ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে বীভৎস সাড়া ফেলেছে বিধু বিনোদ চোপড়ার 'টুয়েলভথ ফেইল'।সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর তার ১২তম সপ্তাহ অতিক্রম করে এসেছে ওটিটি প্ল্যাটফর্মে। এর পরই ঘটেছে মিরাকল৷ ওটিটি রিলিজের পর হঠাৎ করেই চাহিদা বেড়ে গিয়েছে সিনেমাটির। শো বাড়াতে একপ্রকার বাধ্য হয়েছেন হল মালিকরা।

টুয়েলভথ ফেল সিনেমাটি তার ১২তম সপ্তাহান্ত ও ১১তম সপ্তাহে ৫৫ লাখ আয় করেছে। এদিকে ১০তম সপ্তাহে ছবির আয় ছিল ৩০ লাখ। এখনও পর্যন্ত সিনেমার আয় ৫৫.৩০ কোটি। কত বাজেটে তৈরি আর কত আয় হল এই অনুপাতে হিসেব করলে দেখা যাচ্ছে, ২০২৩ সালের অন্যতম সফল সিনেমা টুয়েলভথ ফেল।

একই সঙ্গে ওই সিনেমা ওটিটি-র দর্শকদেরও গভীর ভাবে প্রভাবিত করেছে। চারদিকে প্রশংসার ঝড়। বিক্রান্ত ম্যাসি অভিনীত এই সিনেমাটি কেবল দর্শকদেরই উৎসাহিত করেনি, সঙ্গে ইন্ডাস্ট্রির বহু তারকাকে অনুপ্রাণিত করেছে। ফিল্ম ক্রিটিকদের থেকেও প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি অভিনেতা হৃতিক রোশন নিজের এক্স হ্যান্ডেল-এ লিখেছেন, ‘অবশেষে টুয়েলভথ ফেল দেখার সুযোগ পেলাম। ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে এটি মাস্টারপিস। ছবির  সাউন্ড এফেক্ট আমাকে মুগ্ধ করেছে, মুহূর্তগুলিকে এক কথায় অনবদ্য করে তুলেছে। দুর্দান্ত পারফরমেন্স সকলের। মিস্টার চোপড়া, কী একটা সিনেমা বানিয়েছেন! আমি সত্যিকারের অনুপ্রাণিত এই সিনেমা থেকে।’

ইতিমধ্যেই বিক্রান্তকে নিয়ে প্রশংসার সুর শোনা গিয়েছে কঙ্গনা রানাওয়াতের মুখেও। কঙ্গনাকে বলতে শোনা গেছে, ‘বিধু স্যার আমার মন জয় করলেন আবারও। বিক্রান্ত তো অনবদ্য। আগামী দিনে তিনি হয়তো ইরফান খানের শূন্যতা পূরণ করতে পারবেন। ওঁর প্রতিভাকে আমার কুর্নিশ।’

লেখক অনুরাগ পাঠকের জনপ্রিয় উপন্যাস 'টুয়েলভথ ফেল'-এর গল্প অবলম্বনে তৈরি এই ছবিটি IPS অফিসার মনোজ কুমারের জীবনকাহিনি থেকে অনুপ্রাণিত। কী এই গল্প?

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি রিয়েল লাইফ মনোজ শর্মা। বাড়ি ছাড়ার পর রাত কাটিয়েছিলেন ফুটপাথে। এক ধনীর বাড়িতে পোষ্য সারমেয়র দেখভাল থেকে শুরু করে অটো চালক হিসেবেও দিন গুজরান করেন এই IPS অফিসার। তাঁর জীবনে ছিল লড়াইয়ের ময়দান না ছাড়া এক নাছোড় জেদ। কী ভাবে পাশ করেন ভারতের অন্যতম কঠিন চাকরির পরীক্ষা UPSC?

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...