ওটিটি-তে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ছবি 'মায়া'-র। জানা গেছে, রাজর্ষি দে-র এই ছবি দিয়েই টালিগঞ্জে তাঁর সফর শুরু করছেন বাংলাদেশের এই বহুল চর্চিত অভিনেত্রী৷শুধু নির্দশক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হিসাবেই নয়, মিথিলার সুনাম রয়েছে দক্ষ অভিনেত্রী হিসাবেও৷তাই এপার বাংলার প্রথম ছবিতেই সম্পূর্ণ তাক লাগানো এক চরিত্রে আত্মপ্রকাশ করছেন তিনি৷

শেক্সপিয়রের নাটক বরাবরই চলচ্চিত্রকারদের খুব পছন্দের বিষয়৷শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর অ্যাডাপ্টেশন হিসাবে ‘মকবুল’ তৈরি করেছিলেন বিশাল ভরদ্বাজ৷ শেক্সপিয়রেরই জুলিয়াস সিজার দ্বারা অনপ্রাণিত হয়ে ‘জুলফিকর’ তৈরি করেছিলেন সৃজিত৷ নানা সময়ে হিন্দি ও বাংলায় আমরা দেখেছি রোমিও জুলিয়েট, ওথেলো বা হ্যামলেট-এর চলচ্চিত্ররূপ৷এবার টলিগঞ্জের রাজর্ষি দে-র আগামী ছবি ‘মায়া’-ও গড়ে উঠছে শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’-এর ছায়া অবলম্বনে।আর এই ছবিতেই টলিউড ডেবিউ হচ্ছে মিথিলার৷  লেডি ম্যাকবেথের আদলে তৈরি হয়েছে মিথিলার এই চরিত্র।

ফার্স্ট লুক-এই বেশ নজর কেড়েছেন অভিনেত্রী৷কালো আলখাল্লা, গলায় অদ্ভুত নকশার গয়না, সঙ্গে রুদ্রাক্ষের মালা, খোলা চুলে জটার অভাস! হাতে একটি পিস্তলও আছে।বস্তুত  ম্যাকবেথের চরিত্রগুলি সবই এই ছবিতে রয়েছে, তবে গল্পটা নারীর দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে৷। এই কারণেই নাম রাখা হয়েছে মায়া।আশির দশকের শেষদিকে কীভাবে এক সংখ্যালঘু নারী ধর্ষিতা হওয়ার পরে ঘুরে দাঁড়ায়, সেই লড়াইয়ের গল্পই তুলে ধরবে ‘মায়া’। কেন্দ্রীয় চরিত্র মাহিরা থেকে মায়া হয়ে উঠবেন  মিথিলা।এটি তারই জীবনের গল্প যা মেয়েদের বর্তমান সামাজিক অবস্থানে খুবই প্রাসঙ্গিক৷

এই ছবিতে আরও যাঁরা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ডানকানের আদলে তৈরি দরবার শর্মার চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন , সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চক্রবর্তী সহ আরও অনেককেই।

এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তাঁর টলিউড জার্নি শুরু করতে পেরে বেশ খুশি মিথিলা৷ মিডিয়াকে জানিয়েছেন, খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র পেয়েছেন তিনি৷ টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য এইরকমই  একটা চরিত্র চেয়েছিলেন অভিনেত্রী। মায়ার মধ্যে এমন একটা দৃঢ়তা আছে, আত্মপ্রত্যয় আছে, যা মানুষকে ভাবাবে৷প্রত্যেকটা লুকেই মায়ার কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ এক্কেবারেই আলাদা। সেই কারণে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তুলতে অনেকটাই  গ্রুম করেছেন নিজেকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...