বিগ বস ১৪-র ঘর থেকে শেষ পর্যন্ত বেরিয়ে গেলেন কুমার শানুর পুত্র জান।দিন কয়েক আগেই মারাঠি ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জান। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা শো বন্ধ করে দেওয়ার হুমকি অবধি দিয়েছিল। চাপের মুখে পড়ে ছেনের হয়ে ক্ষমা চাইতে এগিয়ে এসেছিলেন খোদ কুমার শানু।এর কিছুদিন পরেই ‘বিগ বস’-এর ঘরে আবার জানকে নিয়ে বিতর্ক উঠেছিল তুঙ্গে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শোয়ের আরও এক প্রতিযোগী নিক্কি তাম্বোলিকে জোর করে চুম্বন করার।।

বসের ঘর থেকে বেরনোর পর এবার বাবা কুমার শানুকে নিয়ে মুখ খুললেন জান। একটি সংবাদমাধ্যমের সামনেই বাবার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন, তাঁর পুত্র জান কুমার শানু। জান বলেন, তাঁরা তিন ভাই।  তিন ভাইকেই তাঁদের মা রিতা ভট্টাচার্য একা হাতে বড়ো করে তুলেছেন।তাঁদের জীবনে মা-ই সব, বাবার কোনও অবদানই নেই। তাঁর বাবার নাম-যশের উপর ভিত্তি করে তাঁকে যাচাই করা উচিত নয় কিংবা বসের ঘরে তাঁর প্রবেশ বা প্রস্থান নিয়ে কারও কোনও মন্তব্য করা উচিত নয়। এমনই এক অযাচিত মন্তব্য করে, গায়ক বাবাকে অস্বস্তিতে ফেলেছেন জান।

শানু-জান সম্পর্ক বিগ বস-কে কেন্দ্র করে, শুরু থেকেই বেশ তিক্ত। শানু প্রকাশ্যেই বলেছিলেন, তিনি আগাগোড়াই বিগ বস-এ জানের যোগদানের বিষয়ে ক্ষুব্ধ। তিনি বলেন, ‘আমি জানের বিগ বসের যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই খুশি নই। তবে এটা পুরোপুরি ওর একার সিদ্ধান্ত। এই শোয়ের ও ভীষণ বড়ো ভক্ত এবং ও নিজে থেকেই অডিশন দিয়েছে শোতে যাওয়ার জন্য। এই ব্যাপারে আমি ওকে কোনওরকম সাহায্য করিনি'।

বিগ বসের একটি এপিসোডে প্রতিযোগী রাহুল বৈদ্য, জানকে কটাক্ষ করে ‘নেপোটিজমের প্রোডাক্ট’ বলায় অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন কুমার শানু। তিনি আক্ষেপ করেন যে,চার দশক ইন্ডাস্ট্রিতে কাজ করবার পর এই ধরনের কথা শোনাটা তাঁর পক্ষে সত্যিই দুর্ভাগ্যের।

বস্তুত এবারের ঘটনায়, বাবার উপর জমে থাকা ক্ষোভই উগরে দিয়েছেন জান। বিগ বস শো থেকে বিরিয়ে আসার পর, তাঁর বক্তব্য থেকে পরিষ্কার যে, তার মা ও ভাইদের প্রতি বাবার আচরণ তিনি কোনওদিনই মেনে নিতে পারেননি। এই প্রসঙ্গে তিনি বলেন, বলিউডে এমন এনেক সেলেব রয়েছেন যাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর অনেকেই প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ না রাখলেও সন্তানদের কখনও অবহেলা করেননি। বিচ্ছেদের পরও তাঁরা সন্তানদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তিনি এক্ষেত্রে ব্যতিক্রম।কুমার শানু কোনওদিনই তাঁর দায়িত্ব নিতে চাননি বলে বিস্ফোরক দাবি জানের।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...