মহঃ রফি এবং কিশোর কুমারের গান গেয়ে কিংবা শুনে আজও অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই দুই কিংবদন্তী শিল্পী আজ আমাদের মধ্যে নেই কিন্তু রেখে গেছেন বাংলা এবং হিন্দিতে গাওয়া অসংখ্য কালজয়ী গান। তাই সংগীতজগতে তাঁদের অবদান আমরা কোনও ভাবেই ভুলতে পারব না। আর একথা মাথায় রেখেই রফি-কিশোরের স্মরণে সম্প্রতি এক সন্ধে উদ্বেলিত হল গানেগানে।

উত্তম মঞ্চে আয়োজিত এই স্মরণসন্ধের শিরোনাম ছিল ‘কভি না ভুল পায়েঙ্গে’। মহঃ রফি এবং কিশোর কুমার-কে শ্রদ্ধা জানানোর জন্য এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল ‘সুরঞ্জলি মিউজিক্যাল ট্রুপ’। সহযোগী নিবেদক ছিলেন ‘রাজিব প্রোডাকশন’-এর কর্ণধার রাজিব গোলচা।

'কভি না ভুল পায়েঙ্গে' এই শিরোনামে অনুষ্ঠানটিতে পরিবেশিত হয়েছে কিশোর কুমার এবং মহঃ রফির গাওয়া বাংলা এবং হিন্দি গান। পরিবেশনায় ছিলেন  বিনোদ রাঠোর, মহঃ আসলাম, সুভাষ অয়ন, আরকে পাসওয়ান,  গৌতম জৈন,  রাজেন্দ্র সিং এবং আরও অনেকে। এই তালিকায় ছিলেন নবাগত শিল্পীরাও।

অনুষ্ঠানের অন্যতম নিবেদক রাজীব গোলচা প্রসঙ্গত জানিয়েছেন, ‘কলকাতা শিল্পের পীঠস্থান। বহু শিল্পী এখান থেকে তৈরি হয়েছে এবং কলকাতা সহ ভারতকে  বিশ্বস্তরে পৌঁছে দিয়েছে। তাই কলকাতা ছাড়া সংগীতজগত ভাবাই যায় না’।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠক তোচন ঘোষ। তাঁকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। আর সম্মানিত হওয়ার পর তোচন বেশ আবেগময় কন্ঠে জানান, ‘আমি তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে স্টেজ-শো করেছি দেশের বিভিন্ন প্রান্তে। মহঃ রফি এবং কিশোরকুমার-কে নিয়ে শো করারও অনেক সুখস্মৃতি আছে আমার। আজ এই উত্তম মঞ্চে তাঁদের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে মনটা আনন্দে ভরে গেল।’ প্রসঙ্গত উল্লেখ্য, অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাকিল আনসারী।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...