গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ছবি ‘নীহারিকা’। আর ঠিক এক মাস পর ‘গাজনের ধুলোবালি’ শীর্ষক নতুন একটি ছবি তৈরি করার কথা ঘোষণা করলেন পরিচালক ইন্দ্রাশিস।

উল্লেখ্য, পরিচালক ইন্দ্রাশিস আচার্য চারটে শর্ট ফিলম তৈরি করার পর, ২০১৭ সালে শুরু করেন পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির কাজ। তাঁর পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘বিলু রাক্ষস’ জনপ্রিয়তা অর্জন করে। ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়। আর এই সাফল্যকে পাথেয় করে তিনি দর্শকদের উপহার দেন ‘পিউপা’, ‘দ্য পার্সেল’ প্রভৃতি ছবি। প্রত্যেকটি ছবি-ই প্রশংসা পায় দেশ-বিদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর ২০২১ সালে তিনি তৈরি করেন ‘রেড ভেলভেট’ নামের একটি হিন্দি ছবি এবং তারপর তিনি আবার তৈরি করেন বাংলা ছবি ‘নীহারিকা’। আর এবার তাঁর পরিচালনায় শুরু হতে চলেছে ‘গাজনের ধুলোবালি’ শীর্ষক ছবির শুটিং।

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ‘গাজনের ধুলোবালি’ শীর্ষক এই ছবির কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছেন অমৃতা নামের এক গৃহবধূ। বলা যায়, এই ছবি তারই জীবন-সফর। কাহিনিতে দেখা যাবে, অফিসের কাজে বেরিয়ে অমৃতা-র স্বামী প্রখ্যাত সাংবাদিক অরিন্দম আর বাড়ি ফেরেনি। তাই বাধ্য হয়ে থানা পুলিশ করে অরিন্দমের অফিসে খোঁজ নিতে গেলে অমৃতা-র আলাপ হয় স্বামী অরিন্দম-এর সহকর্মী সাংবাদিক শ্রীতমা-র সঙ্গে। শ্রীতমা অমৃতা-কে নিয়ে যায় সেই গ্রামে, যেখানে অরিন্দমের সঙ্গে কাজ করত সে। আস্তে আস্তে বেরিয়ে আসে সেই এলাকার ভয়ংকর সত্যি। যার কথায় পুরো গ্রাম চলে, সেই রাজেন-এর আসল রূপ আর মাস্টারমশাই এর লড়াই সামনে আসে অমৃতার। এরপর গল্প এগোয় পরিণতির দিকে। কী ঘটবে এরপর? অমৃতা-র স্বামী অরিন্দম-কে ফিরে পাবে কি অমৃতা? কোন খাতে বইবে অমৃতা-র জীবন-স্রোত? এই সমস্ত কৌতূহল মেটাবে ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ছবি ‘গাজনের ধুলোবালি’।

ছবিটির কাহিনি লিখেছেন পরিচালক ইন্দ্রাশিস নিজেই। যৌথ ভাবে চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য এবং লুব্ধক চট্টোপাধ্যায়। ছবিটির নিবেদক প্রতীক চক্রবর্তী। ‘প্রমোদ ফিল্মস’ প্রযোজিত, এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তী। ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করতে দেখা যাবে শ্রেয়া সিনহা, লোকনাথ দে, দেবপ্রসাদ হালদার, শুভঙ্কর মোহান্ত, দীপক হালদার, অপূর্ব বর, উমা বন্দ্যোপাধ্যায় এবং আজিমগঞ্জ নাট্যসংস্থার অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটির লাইন প্রোডিউসার ‘অ্যাডভার্ব মুভিজ’। ‘গাজনের ধুলোবালি’ শীর্ষক এই ছবিটির সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন জয় সরকার। খুব শিগগিরি ছবিটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে সম্প্রতি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...