সিনেমাপ্রেমীদের আবার একটি কাহিনিচিত্র উপহার দিতে চলেছেন পার্থ সারথি জোয়ারদার। ‘আগর তুম মিল যাও’ শীর্ষক এই হিন্দি ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক পার্থ স্বয়ং।

মূলত প্রেম এবং সম্পর্কের জটিলতায় এই ছবির কাহিনি সমৃদ্ধ হয়েছে---এমনটাই জানিয়েছেন পরিচালক।

বিক্রম মধ্যবিত্ত পরিবারের গুণী যুবক।সে যার বাড়িতে আশ্রিত,সেই বাড়ির মেয়ে পায়েলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও,ধনী পরিবারের ছেলে আরব হঠাৎই দমকা হাওয়ার মতো এসে পায়েলের মনে বাসা বাঁধে। কিন্তু একদিন আবার সবকিছু উলোটপালোট হয়ে যায়। কাহিনির এই অভাবিত পালা বদলের কারণেই নাকি ছবিটি দর্শকদের মন জয় করে নেবে,এমনই আশাপ্রকাশ করেছেন পরিচালক পার্থ সারথি জোয়ারদার।

এই ছবির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন জুবের কে খান (বিক্রম),শ্রদ্ধা তিওয়ারি (পায়েল), নীল মাতওয়ানি (আরব) এবং রাজেশ শর্মা (পায়েলের বাবা)।

ছবিটির নিবেদক ‘বের্লিয়া ফিল্মস’ এবং প্রযোজক আরতি বিজয় সিংহল।

ছবিতে কয়েকটি গানও আছে। গানগুলি লিখেছেন সুদীপ ভট্টাচার্য এবং সংগীত পরিচালনা করেছেন সঞ্চয়িতা।

ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মলয় মণ্ডল।শিল্প নির্দেশক মুকেশ সিংহ। পোশাক সরবরাহে মীরা আগরওয়াল।

লকডাউন-এর আগে, দক্ষিণ কলকাতার রানিকুঠি অঞ্চলে অবস্থিত এক আবাসনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে, ছবিটি তৈরির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন পরিচালক স্বয়ং। জানানো হয়,অতিমারীর আবহ কাটিয়ে জনজীবন স্বাভাবিক হলেই ছবিটির মুক্তির ব্যাবস্থা করা হবে। আর এই প্রসঙ্গে ছবিটির সাফল্যের বিষয়ে আশাপ্রকাশ করেছেন পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রী সকলেই।

----

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...