অভিনয় জীবনে বার বার নিজের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেছেন রানি মুখার্জি। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে রানির অভিনয়কে ফিল্ম বোদ্ধারা ভূয়সী প্রশংসা করেছিলেন। আবার সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘হিচকি’-তে তাঁর অনবদ্য কাজও সকলের নজর কাড়ে। ‘ব্ল্যাক’ ছবিতে মিশেল ম্যাকনালি নামের দৃষ্টিহীন যুবতীর ভূমিকাতেই হোক কিংবা টরেট সিনড্রোম রোগী নয়না মাথুরের ভূমিকায় হিচকি ছবিতেই হোক, বার বার অডিয়েন্সকে চমকিত করেছেন এই অভিনেত্রী। বিশ্ব প্রতিবন্ধী দিবসে ডিফারেন্টলি এবলড-সহ সমস্ত ভারতীয় নাগরিকের স্বশক্তিকরণের ব্যাপারে সোচ্চার হলেন রানি। তিনি বলেন, ‘ব্ল্যাক এবং হিচকি-র মতো ছবিগুলোয় কাজ করে আমি মানবিকতা সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। আমি মনে করি আমাকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে এই ছবিগুলি।নিজেকে আমি খুব ভাগ্যবতী বলে মনে করি যে এই মানের ছবিগুলোয় আমি অভিনয়ের সুযোগ পেয়েছি। এই ছবিগুলো সমাজের সকল মানুষকে সমান চোখে দেখার শিক্ষা দেয় বলে আমি মনে করি।‘
মিশেল ম্যাকনালি এবং নয়না মাথুরের মতো চরিত্রগুলো তাঁকে ভিতর থেকে মজবুত একজন মানুষ হতে সাহায্য করেছে বলে মনে করেন রানি। ‘সমস্ত বাধা-বিঘ্নের মধ্যেও দৃঢ় সংকল্প থাকলে মানুষ কেমন করে জয়ী হতে পারে তা আমি এই চরিত্রদুটোর মধ্যে দিয়ে বুঝতে পেরেছি। এঁদের লড়াইয়ের শক্তি, অদম্য জেদ আমাকেও মানসিকভাবে শক্তিশালী করতে সাহায্য করেছে’, সংযোজন রানির।বিশেষ ভাবে সক্ষম মানুষদের প্রতি সমাজের সকলের সহানুভূতির সঙ্গে ব্যবহার করা উচিত বলে মনে করেন রানি।