এই প্রথম বাংলা গানে সুর দিলেন ডাবু মালিক। অনেকেই জানেন যে,বলিউডের বিখ্যাত সুরকার অনু মালিকের ভাই ডাবু -ও হিন্দি গানের জগতের জনপ্রিয় গায়ক এবং সুরকার। তাঁর সুরে সমৃদ্ধ হয়েছে ‘ ইয়ে জিন্দেগি কা সফর’,’তুমকো না ভুল পায়েঙ্গে’,’ম্যায়নে দিল তুঝকো দিয়া’,’হম তুমহারে হ্যায় সনম’,’নেহলে পে দেহলা’ প্রভৃতি ছবির গান।

বাংলা গানের ক্ষেত্রে এই প্রথমবার পা রাখলেন এই সুরকার। ‘না বলা কথা’ শীর্ষক এই গানটি ডাবু তাঁর নিজের ইউটিউব চ্যানেল এম ডাবলু এম এন্টারটেইনমেন্ট-এ মুক্তি দিয়েছেন সম্প্রতি।ডাবুর সুর দেওয়া গানটি লিখেছেন লিপি।গেয়েছেন সৃজিত।

গায়ক হিসাবে সৃজিত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিমধ্যেই। একসময় ডাবুর সুরেই সৃজিত গেয়েছেন ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ ছবির গান।গানটি গাওয়া নিয়ে কথায়-কথায় সৃজিত জানিয়েছেন,’গানটি খুব ভালো লিখেছে লিপি। অসাধারণ সুরারোপ করেছেন ডাবু মালিক। আর মালিক ঘরানা মানেই তো মেলোডি। তাই,গানটি গেয়ে খুব শান্তি পেয়েছি।‘

‘না বলা কথা’ গানটির প্রসঙ্গে সুরকার ডাবু জানিয়েছেন,’সৃজিতের সঙ্গে আড্ডা দিতে-দিতেই এই গানটি তৈরির সিদ্ধান্ত হয়। তাছাড়া, সুর-রসিক বাঙালি শ্রোতাদের মন জয় করার জন্যও, এই প্রথম বাংলা গানে সুর দেওয়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। আর মেলোডি গান পছন্দ করার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি।‘

‘না বলা কথা’  ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছে বলে আনন্দপ্রকাশ করেছেন গীতিকার,গায়ক এবং সুরকার। করোনার এই পরিবেশে সুরই হয়তো মন ভালো রাখার পথ। তাই মেলোডি নিয়ে ডাবুর বাংলা গানে পদার্পণ, নিশ্চিত ভাবে বেশ আশাপ্রদ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...