বলিউডের প্রখ্যাত সিনেম্যাটোগ্রাফার কবীর লাল এবার পরিচালকের ভূমিকায়। এ পর্যন্ত মোট ১১৪টি ছবিতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন চিত্রগ্রাহক হিসাবে। সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ ছবির জন্য চিত্রগ্রাহক হিসাবে কবীর পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবে ছবি পরিচালনা করার সুপ্ত বাসনা ছিল তাঁর মনে। অবশেষে তাঁর সেই ইচ্ছে পূরণ হয়েছে এবং দর্শকরা পেতে চলেছেন কবীরের প্রথম ছবি ‘অন্তর্দৃষ্টি’ দেখার সুযোগ।
ক্যামাক স্ট্রিট অঞ্চলের একটি অভিজাত রেস্তোরাঁয় সম্প্রতি মহা-ধূমধামে লঞ্চ করা হল ‘অন্তর্দৃষ্টি’ ছবির পোস্টার। পরিচালক কবীর লাল ছাড়াও, আনুষ্ঠানিক ভাবে এই পোস্টার লঞ্চ করলেন ছবির অভিনেতা-অভিনেত্রীরা।
পরিচালক কবীর লাল প্রসঙ্গত জানিয়েছেন, বাংলা ছাড়াও তামিল (উন পারভাইল), তেলুগু (আগোছাড়া) এবং মারাঠি (অদ্রুশ্য) ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।
মূলত এটি থ্রিলার ছবি। এক তরুণী আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা-ই উন্মোচিত হবে ছবিটির শেষ পর্বে।
‘অন্তর্দৃষ্টি’ ছবিতে রঙ্গনা এবং কঙ্গনা---এই দুই যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রঙ্গনা আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে, সেই রহস্য উন্মোচন করবে কঙ্গনা। এমন সুন্দর একটি চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ আনন্দপ্রকাশ করেছেন ঋতুপর্ণা। শুধু তাই নয়,এই ছবিতে রিতেশ দেশমুখকে সহশিল্পী হিসাবে পেয়েও তিনি ভীষণ খুশি। উত্তরাখণ্ড অঞ্চলের এক শিল্পদ্যোগীর ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ। তাঁর চরিত্রটির নাম কার্তিক যোশি।
ঋতুপর্ণা ও রিতেশ ছাড়াও, এই ছবিতে ইন্দ্রজিত চক্রবর্তী অভিনয় করেছেন কঙ্গনা অর্থাৎ ঋতুপর্ণা-র স্বামী জন-এর চরিত্রে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ছোটোপর্দার চেনামুখ শন বন্দ্যোপাধ্যায়-কে। এছাড়া এই ছবিতে মায়ের চরিত্রে রূপদান করেছেন সান্ত্বনা বসু।
ছবিটির নিবেদক ‘লাভলি ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’। প্রযোজক অজয় কুমার সিং এবং রেখা সিং। পরিচালক কবীর নিজেই লিখেছেন এই ছবির চিত্রনাট্য। চিত্রগ্রহনের দায়িত্ব সামলেছেন শাহিদ লাল। সম্পাদনায় ছিলেন সঞ্জয় শ্রী ইংলে। আবহসংগীতে অমর মহিল।