একদা সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলা এবং রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া রানু মন্ডলের জীবনটা সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়৷আচমকাই তাঁর গানের জাদুতে সারা ভারতবর্ষের মন জয় করে নিয়েছিলেন এই অনামা অপ্রশিক্ষিত শিল্পী। রানাঘাট স্টেশন চত্বরে ভিক্ষা করা রানু, অকস্মাৎ পৌঁছে গিয়েছিলেন মায়ানগীর লাইমলাইটে। প্রচারের আলোয় এসে সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তাঁর জীবন।  সঙ্গীত পরিচালক তথা গায়ক হিমেশ রেশামিয়ার কাছ থেকে হাতে এসে পড়ে তাঁর ছবিতে গান গাওয়ার সুযোগ৷কিন্তু এসবই যেন ক্ষণিকের স্বপ্নের মতো৷ সব থিতিয়ে যাওয়ার পর রানাঘাটে ফিরে আবার একই রকম জীবন কাটছিল রানুর। তাঁকে নিয়ে তৈরি হওয়া বায়োপিক-এর সুবাদে আবার তিনি চর্চায়৷

কিন্তু এসবের আগেও রানুর একটি পটভূমি আছে৷ রয়েছে রানু মারিয়া থেকে রানু মন্ডল হয়ে ওঠার নানা গল্প৷ সেই রানু মন্ডলের জীবনের চিত্ররূপ দিতে সম্পূর্ণ প্রস্তুত এখন পরিচালক ঋষিকেশ মন্ডল৷ তাঁর হিন্দি ছবি 'Miss Ranu Maria'-র ভূমিকায় অভিনয় করছেন 'সেক্রেড গেমস' খ্যাত অভিনেত্রী Eshika Dey। ছবিতে ঈশিকা দে ছাড়াও দেখা যাবে অভিনেতা কমল মিশ্রকে।এবং হয়তো এক বিশেষ চমক দিতে হিমেশ রেশামিয়াকেও আবেদন জানানো হয়েছে এই ছবিতে অভিনয় করার জন্য।

বর্তমানে রানুর জীবন, তার ভাবভঙ্গী, কথা বলা হাঁটা-চলা গভীর ভাবে পর্যবেক্ষন করার জন্য, অভিনেত্রী ঈশিকা ছাড়াও পরিচালক ও তাঁর টিম রয়েছেন রানাঘাটে৷ইতিমধ্যেই রানু মন্ডলের বায়োপিক 'মিস রানু মারিয়া'-র পোস্টার রিলিজ হয়ে গেছে।

Director Hrishikesh Mondal সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রায় দেড় বছরের চেষ্টায় তিনি এই প্রোজেক্ট বাস্তবায়িত করার সুযোগ পেয়েছেন৷ রানু মন্ডলের জীবনী নিয়ে সিনেমা বানানোর জন্য প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু করোনা এবং লকডাউন সব পরিকল্পনা প্রায় ভেস্তেই দিয়েছিল। তাই এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই গোটা ইউনিট  আবার কাজে লেগে পড়েছে।প্রথমে ঈশিকার জায়গায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রস্তাব গিয়েছিল রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করার জন্য। তবে এক অজ্ঞাত কারণে তিনি কাজটি করেননি। পরে ঈশিকার লুক টেস্ট হয় এবং তাঁকে চরিত্রটির সঙ্গে বেশ মানিয়েও যায়৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...