এ যেন একই অঙ্গে দুই রূপ। অর্থাৎ, একই ছবিতে রয়েছে দুটি গল্প। ছবির নাম—সব চরিত্র তোমার আমার। ‘অবসরে’ এবং 'পরাণের বাঁশি’ কাহিনিতে সমৃদ্ধ এই ছবিটি পরিচালনা করেছেন তপন দত্ত। ছবির দুটো কাহিনির-ই স্রষ্টা পরিচালক স্বয়ং।

‘সব চরিত্র তোমার আমার’ ছবিটির নিবেদক—‘ফাইভ স্টার কমিউনিকেশন’। প্রযোজক অপর্ণা দত্ত। ছবিটির মুখ্য চরিত্রে রূপদান করেছেন অমিতাভ ভট্টাচার্য এবং দেবশ্রী ভট্টাচার্য। ছবিটির প্রথমার্ধে রয়েছে ‘অবসরে’ এবং দ্বিতীয়ার্ধে রয়েছে ‘পরাণের বাঁশি’।

করোনার আবহে হতাশাগ্রস্ত মানুষ কীভাবে শারীরিক এবং মানসিক বিপর্যয়ের মোকাবিলা করছে, তাই নিয়েই আধারিত ‘অবসরে’ কাহিনি। তবে ছবিটি বিপর্যয় থেকে উত্তরণের পথ দেখাবে বলে এক অডিয়ো বার্তায় জানিয়েছেন এ ছবির মুখ্য অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য। এই ছবিতে তিনি এক প্রভাবশালী প্রযোজকের মেয়ের চরিত্রে রূপদান করেছেন বলে জানিয়েছেন প্রসঙ্গত। তাঁর চরিত্রের নাম বিপাশা সেন। তিনি মদ্যপ অবস্থায় থাকাকালীন, তাঁকে সাহায্য করার অজুহাতে, একদল ছেলেমেয়ে তার গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু,এরপর কী ঘটবে,তাই নিয়েই ‘সব চরিত্র তোমার আমার’ ছবির প্রথমার্ধের গল্প ‘অবসরে’র ক্লাইম্যাক্স।

Bengali film news
Director with actors

এ ছবির দ্বিতীয়ার্ধের কাহিনিটি সমৃদ্ধ হয়েছে পরাণ নামের এক তরুণ জেলেকে নিয়ে। এই কাহিনির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য।

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পরিচালক তপন দত্ত নিজে। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অমিত কুমার দত্ত ও কৃষ্ণ ঘোষ। সম্পাদনায় নারায়ণ বিশ্বাস। সংগীত পরিচালনা করেছেন পার্থ পাল চৌধুরি। আবহসংগীতে আবলু চক্রবর্তী ও অতনু মণ্ডল। ছবিটি সবার মন জয় করে নেবে,এমনই আশাপ্রকাশ করেছেন ছবির পরিচালক তপন দত্ত এবং ছবির নায়িকা দেবশ্রী ভট্টাচার্য।

New movie news
Actress Debashree Bhattacharya in front of the movie poster

------

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...