'কাঞ্চনজঙ্ঘা'  নামটা শুনলেই যে-কোনও বাঙালি হৃদয়ে দোলা লাগে। সেটা শুধু দার্জিলিংয়ের সঙ্গে অন্তরঙ্গতার জন্যই নয়। বাঙালির প্রিয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের মাইলস্টোন  ছবি  'কাঞ্চনজঙ্ঘা' র নস্টালজিয়াও এর অন্যতম কারণ। কিংবদন্তী পরিচালককে শ্রদ্ধা জানাতেই  'আবার কাঞ্চনজঙ্ঘা' বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে। কলেজপ্রেম, সম্পর্কের টানাপোড়েন, স্মৃতিমেদুরতা, শৈশবের মিঠে গল্প আর  বাঙালিয়ানায় টইটম্বুর এই ছবি Abar Kanchenjungha।

তবে 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিটি সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা'র রিমেক বা সিক্যুয়াল কখনওই নয়। সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়েই এই ছবি বানিয়েছেন Rajarshi Dey। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, চলতি বছর ১ এপ্রিল বড়োপর্দায় মুক্তি পাচ্ছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।সেইমতো মুক্তি পেয়েছে ছবির পোস্টার৷

বাঙালির প্রিয় পাহাড়ের নানা লোকেশনে ছবির বেশিরভাগটাই শুটিং হয়েছে।তবে Darjeeling, Samsing-এ যেমন শুটিং হয়েছে, তেমনি কলকাতাতেও কিছুটা ছবির কাজ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক৷ এই ছবির হাত ধরেই বড়ো পর্দায় ডেবিউ করতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী গাঙ্গুলি এবং টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায়। ছবিতে অভিনয় করতে দেখা যাবে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচিকেও। রাজর্ষি দে-র লেখা পারিবারিক গল্পের ভিত্তিতে তৈরি এই ছবিতে,আরও যাঁরা  অভিনয় করছেন, তাঁদের মধ্যে আছেন তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক তারকা।

ছবির গল্পটা কীরকম? একটা পরিবারের ভাই-বোনেদের রিইউনিয়ন। সবাই মিলে তারা বেড়াতে গিয়েছেন দার্জিলিংয়ে অবস্থিত তাদের পৈতৃক বাড়িতে। বাড়ির নাম অভিলাষ। এই বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছেন জগদীশ তামাং ও তাঁর মেয়ে সুরিটা। সেখানে বেড়াতে গিয়েই সম্পর্কের নানা জট ও জটিলতা নিয়ে এগোবে ছবির গল্প। একটা বড়োদিনের ছুটি কি পারিবারিক বিষাদে রূপান্তরিত হবে, নাকি আনন্দে পরিসমাপ্তি ঘটবে-- তারই উত্তর মিলবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'-য়।

ছবির কাহিনি ও নির্দেশনায় রাজর্ষি দে। প্রযোজনায় শিল্পী এ পাণ্ডে ও অক্ষত কে পাণ্ডে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে গোপী ভগৎ। ছবির সংগীত পরিচালনায় আশু চক্রবর্তী। গানের কথা লিখেছেন দুর্বা সেন ও রাজর্ষি দে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...