বিনোদমূলক চ্যানেল আকাশ আট-এ এবার দেখতে পাবেন তিনটি নতুন শো। প্রথম দুটি বাংলা মেগা ধারাবাহিক--‘আদালত ও একটি মেয়ে’ এবং ‘তিন ভুবনের পারে’। অন্যটি মিউজিক্যাল রিয়েলিটি শো--‘আকাশে সুপারস্টার’।
আদিবাসী মেয়ে দুর্গা সোরেনের কাহিনি তুলে ধরবে ‘আদালত ও একটি মেয়ে’। এই আদিবাসী মেয়েটি পেশায় আইনজীবী। এই কাহিনিতে তুলে ধরা হবে, দুর্গা কীভাবে সমাজের প্রান্তিক ব্যক্তিদের ন্যায়বিচারের জন্য বিভিন্ন সামাজিক ব্যবস্থার কাজের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছে। তার এই সফরে দুই স্তম্ভ হলেন মুন্না ভাই এবং একদল শিশু। কীভাবে একজন ব্যক্তি সর্বদা নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, তা তুলে ধরা হবে গল্পটিতে। ‘আদালত ও একটি মেয়ে’ পরিচালনা করছেন সজল বোস। মুখ্য চরিত্র অর্থাৎ দুর্গার ভূমিকায় অভিনয় করছেন কঙ্কনা হালদার। অন্যান্য চরিত্রে দেখা যাবে সাগ্নিক, কৃষ্ণ কিশোর এবং অভিজিৎ গুহ-কে।
সাহিত্যের সেরা সময়-এ ‘তিন ভুবনের পারে’ ধারাবাহিকটি পরিচালনা করছেন সুমন রায়। সিরিজটিতে মন্টুর চরিত্রে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং স্বরাশির চরিত্রে দীপশ্বেতা মিত্র অভিনয় করেছেন। স্বরাশির মন পাওয়ার জন্য মন্টু চেষ্টা করে কিন্তু মন্টুর অস্থির জীবনধারা অপছন্দ করে স্বরাশি এবং তাকে প্রত্যাখ্যান করে। মন্টু এমন একজন যে লেখাপড়ার পাঠ চুকিয়ে নিজের জীবন উপভোগ করছে। অন্যদিকে স্বরশি একজন গুণী মেয়ে এবং জীবনে ভালো কিছু কাজ করার চেষ্টা করে চলেছে। ধারাবাহিকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন প্রদীপ মৌলিক, চন্দক মুখোপাধ্যায়, পূর্বা বন্দ্যোপাধ্যায়, জায়েত্রি বন্দ্যোপাধ্যায়, মধুমিতা বন্দ্যোপাধ্যায়, তীর্থ মল্লিক এবং তনিষ্ঠা বিশ্বাস।
এই দুটি ধারাবাহিক ছাড়াও, আকাশ আট একটি নতুন মিউজিক রিয়েলিটি শো ‘আকাশে সুপারস্টার’ নিয়ে আসছে। প্রতি সপ্তাহে ১৮ জন সংগীতশিল্পী অংশগ্রহণ করবে। প্রতিদিন একজন অংশগ্রহণকারীকে দিনের সুপারস্টার নির্বাচিত করা হবে। আর প্রতি রবিবার ছয় জন সুপারস্টারের মধ্যে মিউজিক্যাল মেগা যুদ্ধ হবে। ‘আকাশে সুপারস্টার’ পরিচালনা করেছেন সংগীত তিওয়ারি। বিচারকদের আসন অলংকৃত করবেন দেবজ্যোতি মিশ্র, সিদ্ধার্থ শঙ্কর রায় (সিধু), অনিন্দ্য এবং সুতপা ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুজয়নীল।