আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রূপান্তরকামী সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ন্তের জীবন নিয়ে তৈরি রবি যাদব পরিচালিত ওয়েব সিরিজ তালি। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে Taali ওয়েব সিরিজের জমকালো টিজার-- যাতে একাধিক লুকে দেখা গিয়েছে শ্রীগৌরী রূপী সুস্মিতা সেনকে।ওয়েব সিরিজ আর্য-র পর তালি-তেও যে একটা বড়ো চ্যালেঞ্জ নিতে চলেছেন প্রাক্তন মিস ইউনিভার্স, তা বলার অপেক্ষা রাখে না।
বায়োপিক ঘরানার এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই নেট দুনিয়ায় বেশ কৌতূহল দানা বেঁধেছে৷গত বছর এই সিনেমায় সুষ্মিতার প্রথম লুক প্রকাশ্যে আসে। এবার টিজার প্রকাশ পেতেই উত্তেজনা ও আলোচনার ঝড় বইছে। শুধু যে ভক্ত-অনুরাগীদের কাছে নতুন রূপে ধরা দেবেন এই বলিউড তারকা, তা-ই নয়। এবার নজর কাড়বে তার কণ্ঠস্বরও।

টিজারের শুরুতেই শোনা যাচ্ছে সুস্মিতা সেনের গলা।একটু খরখরে স্বর প্রয়োগ করে চরিত্রটাকে বাস্তাবানুগ করে তুলেছেন অভিনেত্রী৷টিজারে নিজের পরিচয় দিতে দেখা গেল তাকে৷ সামনে আয়না, ঠিক করছেন শাড়ি। সমাজে তাকে কত নামে মানুষ অভিহিত করেন সেই তথ্যই দিলেন টিজারে৷ তার চরিত্রের ধরন এক বাক্যে প্রকাশ করে সুস্মিতা সেনকে বলতে শোনা যায়, ‘গালি সে তালি তক’। এরপর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত শ্রীগৌরী সবন্তের বিভিন্ন সময়ের লড়াই বা পরিস্থিতির ঝলক দেখা গেছে।

বলাইবাহূল্য এ সমাজের প্রান্তিক এক তৃতীয় লিঙ্গের মানুষের সংঘর্ষের কাহিনি তালি৷ সিগন্যালে ‘তালি’ বাজিয়ে পয়সা চায় যারা! সহ্য করে মানুষের কটুক্তি।কখনও রাগে, কখনও প্রতিবাদে, কখনও শ্লেষ নিয়ে এভাবে  ‘তালি’ বাজায় ওরা। নিজেদের অস্তিত্বকে মানুষের দৃষ্টিগোচর করতেও ‘তালি’ বাজায় মানুষগুলো।  এই ‘তালি’ই কি একমাত্র সম্বল ওদের? বিশ্বময় আজ যখন ট্র্যান্সজেন্ডার-রা লড়ছেন তাদের অস্তিত্বকে সম্মানীয় করে তোলার লড়াই, ঠিক তখনই প্রাসঙ্গিক হয়ে ওঠে এই বৃহন্নলার কাহিনি৷

সুষ্মিতা বিশ্বাস করেন প্রসঙ্গটা-কে এড়িয়ে না গিয়ে আরও বেশি করে এটা নিয়ে আলোচনা দওয়া দরকার৷ মানবিকতার স্বার্থে৷ যাতে একদিন ‘তালি’ বাজায় যারা, তাদের জন্যই প্রশংসায় ভরিয়ে দেবে গোটা বিশ্ব। সময় এসেছে ওদের পাশে দাঁড়ানোর। ওদের মনোবল বাড়াতে এবার সকলেই বাজাবে ‘তালি’। তবেই তো ‘ইক্যুয়্যালিটি’র প্রতি ন্যায় বিচার করা হবে৷ তাই একটি ছোটো পদক্ষেপে এই প্রান্তিক মানুষদের জন্য একটা বড়ো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী৷ আর সেই পথচলাতেই সকলকে পাশে চেয়েছেন সুস্মিতা। ১৫ অগাস্ট থেকে জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে এই সিরিজ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...