গদর ২ : দ্য কথা কন্টিনিউস, হল একটি আসন্ন ২০২৩ সালের হিন্দি-ভাষায় অ্যাকশন চলচ্চিত্র। ভারতে ছবিটির মুক্তির তারিখ ১১ আগস্ট, ২০২৩। পরিচালনা এবং প্রযোজনায় রয়েছেন অনিল শর্মা। এর গল্প লিখেছেন শক্তিমান তালওয়ার। এটি ২০০১ সালের চলচ্চিত্র Gadar : এক প্রেম কথার সিক্যুয়েল। ছবিটিতে অভিনয় করেছেন সানি দেওল, আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরাত কউর, আমির নায়েক ইত্যদি অভিনেতারা।

মেগা ওপেনিংয়ের জন্য প্রস্তুত 'Gadar-2'! মুক্তির কয়েক দিন আগেই অগ্রিম বুকিং সংগ্রহ বেশ কয়েক কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে শাহরুখ খান অভিনীত 'পাঠান' থেকে ৩২ কোটি টাকা আয়ের পর সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত 'গদর ২' এ বছর সবচেয়ে বেশি অগ্রিম বুকিং সংগ্রহকারী দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হতে পারে। এরই মধ্যে সিনেমাটি সিনেমাপ্রেমীদের মধ্যে যথেষ্ট গুঞ্জন সৃষ্টি করেছে। অক্ষয় কুমার অভিনীত 'ওএমজি ২' এর সাথে বক্স অফিসে সংঘর্ষ সত্ত্বেও, 'গদর ২' তার প্রথম দিনে শক্তিশালী ব্যাবসা করবে বলে মনে করা হচ্ছে এবং স্বাধীনতা দিবসের ছুটির কিছুটা সুবিধাও রয়েছে বলে আশা করা হচ্ছে। অ্যাকশন-প্যাকড ছবিটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অনিল শর্মা পরিচালিত এই সিনেমাটি ২০০১ সালের ব্লকবাস্টার 'গদর: এক প্রেম কথা'র সিক্যুয়েল, যেখানে সানি দেওল আবারও তাঁর আইকনিক তারা সিং অবতারে অভিনয় করেছেন এবং অমিশা প্যাটেলকে সাকিনার চরিত্রে পুনরায় দেখা যাবে।

এরই মধ্যে 'Gadar-2'-এর ট্রেলার দর্শকদের সামনে এসেছে। যেখানে বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখে ট্রেলার থেকেই হইচই শুরু হয়েছে ভক্তমহলে। সকলেই ছবিটির দিকে বিরাট আশা নিয়ে অপেক্ষা করছেন। প্রায় দু’দশক পর তারা সিং আবার পাকিস্তানে লাহোরে পৌঁছেছেন পাকিস্তানি সেনার হাত থেকে ছেলে জিতে-কে উদ্ধার করার জন্য। তারা সিং-এর মারের হিসেব নাকি পুরো পাকিস্তান মিলে করে উঠতে পারবে না। সেরকমই শোনা গেছে ছেলের ভূমিকায় উৎকর্ষ শর্মার মুখে। ছেলে আর বাবার পাকিস্তানের হাত থেকে বেরিয়ে আসার গল্প নিয়েই ২০০১-এর ব্লকবাস্টারের দ্বিতীয় পর্ব। ২০০১ সালে তারা সিংকে পাকিস্তানে আসতে হয়েছিল সাকিনার প্রেমের টানে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...