অতীতের তুলনায় মানুষ এখন স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন। তবে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রিক জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চিকিৎসার খরচও। সরকারি হাসপাতাল রয়েছে হাতে গোনা, তাই মানুষের ভরসা প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমগুলি।

কিন্তু যত বড়ো নাম, সেখানে চিকিৎসার খরচও মাত্রাতিরিক্ত—যা কিনা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। অথচ মানুষের স্বাস্থ্য নিয়ে সমস্যা উত্তরোত্তর বেড়েই চলেছে, যার চিকিৎসা করাতে গিয়ে বহু মানুষকেই সর্বস্বান্ত হতে হচ্ছে। অর্থের অভাবে অনেকেই ভালো করে চিকিৎসা করাবার সুযোগ পান না। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিমার গুরুত্ব হেলাফেলা করার নয়। করোনার মতো অতিমারির থাবায়, পরিবারে একই সঙ্গে একাধিক সদস্যের অসুস্থতার ঘটনা ঘটতে দেখা গেছে। সঠিক চিকিৎসা এবং পরিবারের সুরক্ষার জন্য ২-৩ লক্ষ টাকার স্বাস্থ্যবিমাও এখন আর উপকারে লাগছে না। একই সময়ে পরিবারের একাধিক ব্যক্তির যদি হাসপাতালে চিকিৎসার হঠাৎ প্রয়োজন হয়, তাহলে প্রয়োজন হচ্ছে ভালো কোনও স্বাস্থ্যবিমার সঙ্গে যুক্ত হওয়া।

যদি আপনি এমপ্লই গ্রুপ বিমা কভারের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলেও নিজের জন্য অন্তত পক্ষে ৫ থেকে ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা অবশ্যই করান। আপনার যদি বিমা আগে করানোও হয়ে থাকে তাহলে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য সেটাকে রিশেপ করানো অত্যন্ত জরুরি। এছাড়াও যে-কোনও একটি বিমা কোম্পানি থেকে অন্য বিমা কোম্পানিতেও শিফট করাতে পারেন। যে-কোম্পানি বেশি সুবিধা দিচ্ছে সেই কোম্পানি বেছে নিন।

ফ্যামিলি ফ্লোটার Health Insurance যোজনা

সাধারণত সমস্ত বিমা কোম্পানিগুলিতে বেসিক হেল্থ ইনশিয়োরেন্স করাবার সুবিধা রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগের খরচ ছাড়াও হাসপাতালে ভর্তির পরের খরচা, ওষুধের খরচ, ডাক্তারের ফিজ এবং সবরকম স্বাস্থ্যপরীক্ষা এই বিমার অন্তর্ভুক্ত। বেসিক হেল্থ ইনশিয়োরেন্স ২ ধরনের হয়— প্রথমটি ইনডিভিজুয়াল এবং দ্বিতীয়টি ফ্যামিলি ফ্লোটার। ইনডিভিজুয়াল হলে, শুধুমাত্র আপনি একলা কভারেজ পাবেন এবং ফ্যামিলি ফ্লোটারে পুরো পরিবার কভারেজ-এর সুবিধা পাবে।

ফ্যামিলি ফ্লোটার স্বাস্থ্যবিমা যোজনা সাধারণত একজন ব্যক্তি, তার জীবনসঙ্গী এবং তাদের সন্তানদের কভারেজ দেয়। কিছু কিছু বিমা কোম্পানি অবশ্য বিমা যে-করাচ্ছে তার আশ্রিত মা-বাবা, ভাই-বোন এবং শ্বশুর-শাশুড়িকেও কভারেজ দেয়। এই বিমার একটা সুবিধা হল কম টাকায় পুরো পরিবার সুরক্ষিত থাকে। প্রয়োজন হলে এক ব্যক্তি অনেকটা পরিমাণ অর্থের সুবিধাও পেতে পারেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে ফ্যামিলি ফ্লোটার স্বাস্থ্যবিমা করানো ভালো বিকল্প।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...