দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন? পেপটিক আলসার নয় তো?

দেহের অন্ত্রনালির বা ডিওডেনাম আলসারকে সাধারণত পেপটিক আলসার বলে।এই সংক্রমণের ফলে ডায়ারিয়া, আমাশা, বমি বমি ভাব এমন নানা উপসর্গ দেখা দেয়। পরবর্তীকালে অভ্যন্তরীণ রক্তপাতও হতে শুরু করে আলসারের কারণে। শীঘ্র চিকিৎসা না করালে, স্টমাক ক্যান্সার পর্যন্ত হতে পারে।

এতে নাভির ওপর, পেটের ওপরে অংশে ব্যথা হয়। খাওয়ার সঙ্গে এর খুবই নিবিড় সম্পর্ক রয়েছে। সাধারণত ডিওডেনাম আলসারে খালি পেটে ব্যথা হয়। গ্যাসট্রিক আলসারে সাধারণত দেখা যায় খাওয়ার পর ব্যথা শুরু হয়। ডিওডেনাম আলসারে কিছু খেলেই দেখা যায় ব্যথা কমে গেছে। এই পেপটিক আলসার রোগ খুব সহজে নির্ণয় করা সম্ভব। এন্ডোস্কোপি করলে বোঝা যাবে, ব্যক্তির পেপটিক আলসার রয়েছে কি না।

পেপটিক আলসারের চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে। এক সময় ধারণা ছিল অ্যাসিড বেশি নিঃসরণের জন্য পেপটিক আলসার হয়। অথবা বাসি, পচা খাবার, ঝাল খাবার খেলে বোধ হয় পেপটিক আলসার হয়। এই ধারণা একেবারেই ভুল৷এটি আসলে একটি জীবাণু সংক্রান্ত অসুখ। এটি মূলত এইচ পাইলোরি ইনফেকশন বলে একটি অসুখ৷এটা জলবাহিত অর্থাৎ যাকে ওয়াটার বর্ন ডিজিজও বলা হয়। এটিই এক সময় পাকস্থলীতে বা ডিওডেনামে এক ধরনের ক্ষত তৈরি করে।

এই রোগ হঠাৎ হলে বোঝা যায় না। কিন্ত অনেক সময় এটা দীর্ঘমেয়াদি হয়ে দাঁড়ায়৷ ক্রনিক পেপটিক আলসারে পরিণত হয়৷কয়েক মাস, কয়েক বছর ধরে চলতে পারে। এমনকী ১০ থেকে ১৫ বছরও থাকতে পারে। গোড়াতেই যদি পেপটিক আলসার ধরা পড়ে, তাহলে এইচ পাইলোরি ওষুধের একটি কোর্স শেষ করতে হয়৷ এই ওষুধ ১০ থেকে ১৪ দিন খেতে হয়। তবে একবার এই রোগের কবলে পড়লে, বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করা ভালো৷

কী করবেন না

ধূমপান, তামাক জাতীয় দ্রব্য সেবন, মাংস, মদ এবং ক্যাফিন জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...