প্রস্টেট একটি গ্ল্যান্ড। যা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গ্ল্যান্ড শুধু পুরুষদের শরীরেই থাকে। এই গ্ল্যান্ড পুরুষদের সিমেন-এর ফ্লুইড কম্পোনেন্ট রিলিজ-এ সাহায্য করে।  কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় Prostate-এর নানা সমস্যা

প্রস্টেট-এর কী সমস্যা হলে তা রোগের রূপ নেয়?

বয়স বাড়লে শারীরিক কিছু পরিবর্তন আসে, যা নিয়ন্ত্রণ করা যায় না। পুরুষদের প্রস্টেট বেড়ে যাওয়াও এমনই একটি পরিবর্তন। সাধারণত, পঞ্চাশ বছর বয়সের পর অনেকেরই প্রস্টেট বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার বিষয়টিকে চিকিৎসা পরিভাষায় বলা হয়, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়ার বা ‘বিপিএইচ’। এই বিপিএইচ-এর সমস্যা চল্লিশ পার করা পুরুষদের ক্ষেত্রেও হতে পারে। যদি পঞ্চাশের আগে প্রস্টেট বেড়ে যাওয়ার সমস্যা হয়, তাহলে তা দুশ্চিন্তার বিষয়।

বিপিএইচ মানেই কি ক্যানসার?

বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়ার বা বিপিএইচ খুব কমন প্রস্টেটিক রোগ। পঞ্চাশ বছর বয়স পার হলে বিপিএইচ-এর শিকার হন অনেকেই। কিন্তু বিপিএইচ মানে প্রস্টেট ক্যানসার নয়। শুধু তাই নয়, বিপিএইচ হওয়া মানেই ক্যানসারের সম্ভাবনা বেড়ে যাওয়া নয়। অন্য ক্যানসার যেভাবে হয়, প্রস্টেট ক্যানসারও ঠিক সেইভাবেই হয়।

শুধু বিপিএইচ-এর শিকার নাকি Prostate Cancer আক্রান্ত– এটা বোঝার উপায় কী? 

যদি ঘনঘন মূত্রত্যাগের প্রয়োজন হয়, মূত্রত্যাগের সময় জ্বালা-যন্ত্রণা হয় কিংবা মূত্রথলি পুরোপুরি খালি করা সম্ভব না হয়, তাহলে বিপিএইচ-এর শিকার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম উপসর্গ দেখা দিলে চিকৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ এবং যাবতীয় পরীক্ষা করে রোগ নির্ণয় এবং চিকিৎসা করা উচিত। আর যদি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয় কেউ, তাহলে শুরুর দিকে এর কোনও উপসর্গ প্রকট হয় না। তাই, ‘প্রিভেনশন বেটার দ্যান কিওর’ –অর্থাৎ, রোগ হওয়ার আগে তা প্রতিরোধ করা উচিত। চল্লিশ বছর বয়সের পর থেকে পুরুষদের প্রস্টেট ক্যানসারের আশঙ্কা বাড়তে থাকে। তাই চল্লিশ বছর বয়সের পর সতর্কতা জরুরি। যদি বাবা, কাকা কিংবা পরিবারের পূর্বসূরির প্রস্টেট ক্যানসার হওয়ার রেকর্ড থাকে, তাহলে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...