সময়ের দ্রুত পরিবর্তন হচ্ছে। একটা সময় ছিল যখন বাড়িতে একাধিক বাচ্চা থাকত। একসঙ্গে এতগুলো ভাই-বোন কীভাবে যে মানুষ হতো, সেটা সঠিক ভাবে কেউ-ই হয়তো বলতে পারবেন না। বিশেষ একজনকে নিয়ে মাতামাতি করতেও দেখা যেত না। বাড়ি ভর্তি লোকজন থাকত। সকলেরই শাসন এবং আদরে বাচ্চারা সবার অলক্ষ্যে কখন যেন বড়ো হয়ে উঠত।
বাড়িতে অনেক লোকজন, সংযুক্ত পরিবার এসবের কনসেপ্টটাই এখন পুরোপুরি বদলে গেছে। এখন ছোট্ট পরিবার– বাবা, মা এবং একটি, বড়োজোর দুটি সন্তান। তারপর প্রতিটি ক্ষেত্রেই আছে বিজ্ঞাপনের রমরমা। রাস্তায় টাঙানো হচ্ছে হোর্ডিং, সিনেমা, টিভিতে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সুন্দর, ফুটফুটে বাচ্চাদের দিয়ে করানো কিছু ফুটেজ। আর এই বিজ্ঞাপন দেখে মা-বাবার স্বপ্ন, যদি তাদের সন্তানটিও বাস্তবে এরকম গোলগাল, সুন্দর হয়। কিন্তু স্বপ্ন অনেক সময়ই বাস্তবায়িত হয়ে ওঠে না। বাচ্চা যে গ্ল্যাক্সো অথবা ফ্যারেক্স বেবি হবেই তার কোনও গ্যারান্টি নেই।
সমবয়সি বাচ্চাদের মতো যদি নিজের সন্তান অ্যাকটিভ না-হয়, তাহলে প্রথমেই বাচ্চাকে অতিমাত্রায় শান্ত ধরে নেওয়া ঠিক নয়। এটা অসুস্থতাও হতে পারে। তাই ভালো হবে যদি সন্তানকে ডাক্তার দেখিয়ে সঠিক পরামর্শ নেওয়া হয়।
সুস্থ হওয়ার মানে
শিশু বিশেষজ্ঞের মতে বাচ্চা যদি বিকলাঙ্গ না হয় এবং মানসিক ভাবে সুস্থ হয়েও সবসময় চুপচাপ, শান্ত থাকে, তাহলে তার কিছু লক্ষণের উপর নজর রাখা উচিত।
উদাহরণস্বরূপ, যদি ৪-৫ মাসের বাচ্চা আলোর দিকে না তাকায়, ঝুমঝুমির আওয়াজ শুনেও সেটা ধরার চেষ্টা না করে, মা-কে চিনছে অথচ গলা থেকে নানারকম আওয়াজ বের করছে না, ১০ মাসের বাচ্চা দাদা-বাবা বলছে না অথবা চলবার চেষ্টা করছে না, ৫-৬ বছরের বাচ্চার খেলাধুলোয় কোনও মন নেই, সমবয়সি কোনও বন্ধুবান্ধব নেই অথবা তাদের সঙ্গে কথা বলে না, সবসময় সবকিছুতে বিরক্তি : এইসব অস্বাভাবিকতা যদি লক্ষ্য করা যায় বাচ্চার মধ্যে, তা হলে তাকে নিয়ে চিন্তার দরকার আছে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে জানতে Kid Handling হবে বাচ্চার কী অসুবিধা রয়েছে।