গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বর্ষা এলে সমগ্র প্রাণীজগত যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। বর্ষাকাল খুবই মনোরম। তবে এই ঋতুতে শিশু থেকে বৃদ্ধ সকলেরই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আসলে বৃষ্টিতে মশার উপদ্রব যেমন বাড়ে, তেমনই নোংরা বা জমা জলের কারণে রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এমনিতে শিশুরা বর্ষাকাল খুব ভালো ভাবে উপভোগ করে। কিন্তু বর্ষাকালে ওদের ত্বকের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন। কারণ ওদের ত্বক খুবই কোমল ও নরম প্রকৃতির।

সামান্য অসাবধানতায় অনেক সমস্যা হতে পারে। বর্ষা ঋতুতে অনেক সময় শিশুরা বৃষ্টিতে ভিজে যায়। যার ফলে ত্বকে চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা হতে পারে। সেজন্য শিশুর ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করুন

শিশুদের ত্বক খুব নরম এবং সংবেদনশীল। বর্ষা ঋতুতে আর্দ্রতা বাড়লে শিশুর চুলকানি ও ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে। এজন্য ভালো মানের ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করতে পারেন, যা আপনার শিশুর ত্বককে ফুসকুড়ি এবং শুষ্কতা থেকে রক্ষা করতে পারে।

ডায়াপার ভেজা রাখবেন না

আপনার শিশুকে ডায়াপার পরাতে পারেন। তবে মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন যে, সেটি অতিরিক্ত মাত্রায় ভিজে গেছে কিনা। ওরা যদি দীর্ঘসময় ভিজে ডায়াপারে শুয়ে থাকে, তাহলে ওদের ত্বকে র‍্যাশ বেরোনোর ঝুঁকি থাকে। তাই নিয়মিত ব্যবধানে শিশুর ডায়াপার পরিবর্তন করুন। এছাড়া কিছু সময়ের জন্য তাকে ডায়াপার-মুক্ত রাখুন এবং সুতির ডায়াপার ব্যবহার করুন। এতে বায়ু সঞ্চালন ভালো মাত্রায় হয়।

ব্যবহার্য পণ্যগুলি পরীক্ষা করুন

বাচ্চাদের জন্য বাজার থেকে কোনও পণ্য সাবধানে কিনুন। পণ্য কেনার আগে সেগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখে নিন। সাধারণত শিশুর প্রসাধনীজাতীয় পণ্যগুলিতে ফেনোক্সিথেনল থাকে, যা শিশুর ত্বকে অ্যালার্জির কারণ হতে পারে। সেজন্য কোনও পণ্য কেনার আগে প্যাকেটের গায়ে সংশ্লিষ্ট পণ্যটির উপাদানগুলি পড়ুন এবং শুধুমাত্র নিরাপদ পণ্যই কিনুন। প্যারাবেন, অ্যালকোহল, কৃত্রিম রং, সুগন্ধি এবং রঞ্জকযুক্ত পণ্যগুলি এড়িয়ে চলুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...