তথ্যের গোপনীয়তা রক্ষা করা জরুরি। কিন্তু বিদেশি ব্র্যান্ড-এর যে সমস্ত মোবাইল ফোন ব্যবহার করে চলেছি আমরা, সেইসব মোবাইল ফোনগুলিতে ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত থাকে, সেই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যায় না এবং সন্দেহ থেকেই যায়। তাই, তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য এক যুগান্তকারী পরিবর্তন জরুরি ছিল।
এআই+ স্মার্টফোন এই পরিবর্তন আনতে পেরেছে বলে দাবি করা হচ্ছে। ভারতে তৈরি এই স্মার্টফোন, ডেটা গোপনীয়তার সঙ্গে বিশ্বমানের কোয়ালিটি প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে বলেও জানানো হয়েছে। ভারতের প্রথম মোবাইল অপারেটিং সিস্টেম নেক্সট কোয়ান্টাম ওএস দ্বারা চালিত, এই এআই+ স্মার্টফোন উচ্চমানের এবং গোপনীয়তার সমন্বয় ঘটিয়েছে বলেও জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। এআই+ স্মার্টফোনের মাধ্যমে, ভারত এখন আর শুধু স্মার্টফোনের সংগ্রহ নয়, ডিজিটাল ভিত্তি তৈরি করছে বলা হচ্ছে।
এই প্রসঙ্গে এআই+ স্মার্টফোনের সিইও এবং নেক্সট কোয়ান্টাম-এর শিফট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা মাধব শেঠ জানিয়েছেন, ‘আসলে, এআই+ স্মার্টফোন হল ভারতীয় ব্যবহারকারীদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এক অনন্য সুযোগ। অথচ, বছরের পর বছর ধরে, আমরা এমন ফোন এবং প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আসছি, যেগুলি কখনওই ভারতীয় নাগরিকদের তথ্য-সুরক্ষার কথা মাথায় রেখে নির্মিত হয়নি। অথচ, ভারতে তৈরি এই এআই+ স্মার্টফোনগুলি পরিস্থিতিকে আমূল বদলে দিয়েছে। এই ফোনগুলি দ্রুত কাজ করে, সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এগুলি আপনার ডেটা অত্যন্ত সুরক্ষিত রাখে।’
দীর্ঘ ব্যাটারি লাইফ এবং উচ্চমানের ডিসপ্লে থেকে শুরু করে, ডুয়েল সিম ইন্টারচেঞ্জেবিলিটি এবং উন্নত ক্যামেরা পারফরম্যান্স প্রভৃতি সুবিধের বিষয় মাথায় রেখে তৈরি করা হয়েছে এই এআই+ স্মার্টফোন। যেমন- মানুষ কীভাবে জীবনযাপন করে, কাজ করে, শেখে এবং সামাজিক ভাবে মেলামেশা করে, তা মাথায় রেখে এখন ডিজাইন করা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ডিভাইসগুলি স্থানীয় ভাষা, স্থানীয় বিষয়বস্তু এবং নেক্সট কোয়ান্টাম-এর থিম ডিজাইনার টুলস সমৃদ্ধ। অর্থাৎ, এই এআই+ স্মার্টফোন কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদান করে বলেও দাবি করা হচ্ছে।