উৎসব মানেই আনন্দ। সবাই চায় আনন্দে মেতে থাকতে, মাতিয়ে রাখতে। ব্যবসায়ীরাও চান উৎসবের সুযোগে ক্রেতাদের খুশি করে ব্যাবসা বাড়িয়ে নিতে। জামাকাপড়, গয়নাগাটি, মোবাইল, কম্পিউটার, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের পাশাপাশি, উৎসবের মরশুমে গাড়ি, বাড়ি কেনার ঝোঁকও বাড়ছে ক্রেতাদের। আর ক্রেতাদের এই ঝোঁক বা প্রবণতাকে পুরোপুরি কাজে লাগিয়ে ব্যবসায়িক মুনাফা বাড়াতে চান বিক্রেতারা। তাই তারা নানারকম Alluring offer ঘোষণা করেন ক্রেতাদের আকর্ষিত করার জন্য। লক্ষ্য থাকে ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সি ক্রেতাদের মন জয় করার।
চাকুরিজীবীদের কোনও জিনিস কেনার ইচ্ছে থাকলেও, এককালীন টাকা দিয়ে কেনার সামর্থ্য থাকে না সবসময়। তাই ব্যবসায়ীরা চাকুরিজীবীদের জন্য ইএমআই-এর (Easy Monthly Instalment) মাধ্যমে কেনাকাটার সুযোগ করে দেন দীপাবলি উৎসব উপলক্ষ্যে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট প্রভৃতি থাকে এই তালিকায়। তবে শুধু মোটা বেতনের ক্রেতারাই নন, কুড়ি, পঁচিশ হাজার টাকা উপার্জনকারীরাও যাতে ঋণ নিয়ে গাড়ি, বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে পারেন, সেই পথও খোলা রেখেছেন ব্যবসায়ীরা। এমনকী, ব্যাংক কর্তৃপক্ষও। এক্ষেত্রে তারা লোন শোধের মেয়াদ বাড়িয়ে ইএমআই-এর পরিমাণ কমিয়ে দেন। এরফলে ক্রেতাদেরও সুবিধে হয় এবং ব্যবসায়ী কিংবা ব্যাংক কর্তৃপক্ষও তাদের আয় বাড়িয়ে নিতে পারেন। অবশ্য শুধু ইএমআই-এর সুবিধেই নয়, অনেক ব্যাংক তো আবার প্রসেসিং ফিজও ‘জিরো’ করে দেন।
বর্তমানে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে ব্যাংকগুলি। এরফলে, কুড়ি থেকে ত্রিশ লক্ষ টাকা দামের বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে উদ্যোগী হচ্ছেন ক্রেতারা। শুধু তাই নয়, পঁচাত্তর লক্ষ টাকার বেশি মূল্যের ফ্ল্যাট কিংবা বাড়ি কিনলে সেক্ষেত্রে সুদের হার কিছুটা কমানোরও নির্দেশ আছে।
কার লোন প্রসঙ্গে
পাঁচ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কিনলে সুদের হার কমতে পারে, এমনও হওয়ার সম্ভাবনা রয়েছে দীপাবলি উপলক্ষ্যে। তাই গাড়ি কেনার আগে, Car Loan বিষয়ে সাম্প্রতিক সুবিধেগুলি জেনে নেওয়া প্রয়োজন। কারণ উৎসবের মরশুমে বিক্রি এবং ব্যাবসা বাড়ানোর জন্য, গাড়ি কোম্পানিগুলি ক্রেতাদের কিছু বিশেষ সুবিধে দিয়ে থাকে। আর তাই দামি গাড়ি বিক্রির সংখ্যাও বেড়ে যায়।