ফ্যাশনের বাজার গরম করতে এখন এসে গেছে হরেক রকমের টুপি।আজ্ঞে হ্যাঁ, শাল, সোয়েটার কেনার পাশাপাশি মাথা ও কান হিমেল বাতাস থেকে রক্ষা করতে নানা রকম টুপির জনপ্রিয়তাও বেড়েছে।সেই সঙ্গে টুপি হয়ে উঠেছে ফ্যাশনের অব্যর্থ হাতিয়ার। তাই Fashionable caps নিয়ে রইল আজকের লেখা৷ Winter fashion-এর জরুরি সংযোজন৷

বাজারে রয়েছে হরেক রকমের টুপি।কোন টুপিতে মানাবে বেশি? এমন প্রশ্ন মাথায় ঘুরে বেড়ায়। মুখের গড়ন ও ত্বকের রংয়ের সঙ্গে মিলিয়ে টুপি পরলে দেখতে ভালো লাগবে। শীতের টুপি পরার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়মাবলী নেই। তবে কিছু জিনিস মেনে চললেই সবাইকে মানানসই লাগবে।

কান ঢাকা টুপি: আস্তিনসহ টুপিগুলো এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ছোটোদের জন্য ভাল্লুক, কার্টুনের টুপি, বড়োদের জন্য একরঙা বা বিভিন্ন রঙের সংমিশ্রণের টুপিও পাওয়া যাচ্ছে।সোয়েটারের সঙ্গে রং মিলিয়ে পরে নিলেই হল।

মাফলার টুপি: এখন বাজারে এমন টুপিও এসেছে যার প্রান্তভাগ গলায় জড়িয়ে রাখা যাবে।এটা বেশ কয়েক বছর ধরেই কম বয়সি মেয়েদের দারুণ পছন্দের।

ফ্যাশনেবল ক্যাপ: এগুলো গেঞ্জি কাপড় এবং মোটা উলেরও হয়ে থাকে। ছেলে-মেয়ে সবার কাছেই এই টুপির আকর্ষণ অসীম।ফ্যাশনেবল সোয়েট শার্ট-এর সঙ্গে দারুণ মানায়।

স্যাক টুপি: সাধারণত এইরকম টুপির পেছনের দিক একটু ঝোলানো থাকে। ছেলে-মেয়ে উভয়ের মধ্যেই এই টুপি বেশ জনপ্রিয়। রাস্তার ধুলাবালি ও শীতের আবহাওয়া থেকে অনায়াসেই চুল রক্ষা করা যায় এই টুপির জন্য। কোথাও তাড়াহুড়ো করে যেতে হলে চুল বেঁধে এই টুপি পরলেও আধুনিকতার ছোঁয়া থাকবে পোশাকে।

উলের বাহারি টুপি: মোটা উলের টুপি এবং একসঙ্গে মুখ ও মাথা ঢাকার টুপিও আছে ।যাদের চুল ছোটো, তারা সম্পূর্ণ চুল টুপির ভেতর রাখতে পারেন। অল্প বড়ো চুল হলে পাশ দিয়েও চুল বের করে রাখা যায়।কপালের সামনের চুল ছোটো যাদের, তারা চাইলেই সেটি বের করে রাখতে পারেন। চুল বেশি এলোমেলো থাকলে অনায়াসেই তা টুপির ভেতর গুঁজে রাখা যাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...