এই উৎসবের মরশুমে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি তখনই সফল হবেন— যখন নিজের শারীরিক গঠন ও রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরবেন। মনে রাখবেন আপনার সৌন্দর্যের তথা ব্যক্তিত্বের প্লাস পয়েন্ট-টা হাইলাইট করাই আপনার সাজগোজের উদ্দেশ্য— নিজেকে বেমানান সাজে ফ্যাশনেবল প্রমাণ করাটা নয়।
শাড়ি
ভারতীয় নারীর ফিগার-এর সঙ্গে সবচেয়ে মানানসই পোশাক হল শাড়ি। সুতরাং শাড়ি দিয়েই শুরু হতে পারে আপনার Festive fashion এক্সপেরিমেন্ট। শাড়ির রং, ব্লাউজের রং, ডিজাইন, কাট ড্রেপিং— সবেতেই আপনি আপনার ডিজাইন সেন্স-এর স্পেশাল টাচ দিয়ে, হয়ে উঠতে পারেন নজরকাড়া।
- ব্লাউজের দিকে বিশেষ নজর দিন। ফিটিংটা যেমন জরুরি, তেমনই জরুরি হালফিল কাট-এর বিষয়টিতেও সচেতন থাকা। পার্টির জন্য রেডি রাখুন কিছু অর্নামেন্টাল ডিজাইনার ব্লাউজ।
- যদি আপনার ফিগার একটু মেদবহুল হয়, তাহলে খোলামেলা ছাঁদের ব্লাউজের বদলে, পার্টিতে পরুন লং জ্যাকেট কার্ট-এর ব্লাউজ। চাইলে ব্লাউজের পিঠে নানারকম কাট ব্যবহার করতে পারেন।
- যদি আপনার ফিগার ঈর্ষণীয় হয়, তাহলে একটু সাহসী হয়ে বিকিনি ব্লাউজ পরতেই পারেন।
- শাড়ি পরার পোশাকি কায়দা ছেড়ে, নানা স্টাইলে সেটা পরে দেখতে পারেন।
- আপনার উপস্থিতিকে উজ্জ্বল করার জন্য ফ্রেশ রেড, গ্রিন, পিকক ব্লু, ফুশিয়া পিংক প্রভৃতি চটকদার রঙের পোশাক ওয়ার্ডরোবে শামিল করুন।
সালোয়ার কামিজ
- আপনার ফিগারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাট-এর পোশাক নির্বাচন করুন। আপনি যদি দীর্ঘাঙ্গী না হন এবং চেহারাও মেদবহুল হয়, ফ্যাশনে ইন হওয়া সত্ত্বেও পাতিয়ালা এড়িয়ে চলুন।
- যদি লম্বা শারীরিক গঠন হয়, আনারকলি কাট ভালো মানাবে।
- এ-লাইল লম্বা কুর্তি বা গাউন ড্রেস এখন ইন৷ ট্রাই করুন৷
- অফ শেল্ডার বা স্প্যাগেটি স্ট্র্যাপ এখন ইন৷ তবে সব বয়সের মহিলাদের জন্য এই কাট ঠিক নয়। আপনার বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি হলে এই ধরনের কাট ব্যক্তিত্বের উপর নঞর্থক প্রভাব ফেলবে।
- স্রেট প্যন্টস আর কুর্তির ফ্যাশন এখনও বেশ জনপ্রিয়। এক্ষেত্রে সাইড কাট কুর্তার বদলে অন্য কাটিং ট্রাই করতে পারেন।
- কালার ব্লকিং-এর ট্রেন্ডকেও আপনি আপনার ফ্যাশনে শামিল করতে পারেন। অর্থাৎ যে-কোনও একরঙা পোশাকের উপর অন্য রঙের লং জ্যাকেট, শ্রাগ বা অ্যাক্সেসরি ব্যবহার করুন। এর ফলে আপনার কালার ব্যালেন্সিং সেন্স, ভিড়েও আপনাকে নজরকাড়া করে তুলবে।
ওয়েস্টার্ন ওয়্যার