উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। আবহাওয়াও এখন উৎসবের রেশ টেনে আনন্দে ঝলমল করছে। মানুষের ঢল নেমেছে দোকানে বাজা্রে, আসন্ন পূজার কেনাকাটা সারতে। দোকানীরাও তাদের নতুন পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায়। কী বলছেন ক্রেতা থেকে বিক্রেতারা? এ বছরে Festive Fashion নিয়ে তাঁদের মতামতটাই বা কী?
জমজমাট উৎসব মানেই প্রথমেই মনে আসে কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ প্রজন্ম। অবশ্য যুবসমাজকেও উপেক্ষা করা যায় না। এখন সকলেই Fashion নিয়ে খুবই সচেতন। আগে শাড়ি ছাড়া পূজার সাজ কল্পনা করা যেত না কিন্তু এখন প্রাচ্য এবং পাশ্চাত্যের মিশেল এই নতুন প্রজন্মের কাছে সবথেকে গ্রহণযোগ্য। স্কার্ট সবসময়েই মেয়েরা পছন্দ করে তবে এই বছর মিনি স্কার্ট থেকে একটু লং স্কার্ট-ই বেশি কেনাকাটার লিস্ট-এ রয়েছে। এই লং স্কার্টের সঙ্গে ইন করে ক্যাজুয়াল টপ বা টি-শার্ট তো আছেই সঙ্গে কুর্তিও স্কার্ট-এর সঙ্গে ফ্যাশন এ ভীষণ ভাবে ইন।
ডেনিম সারাবছরই ফ্যাশনে ইন। টাইট ফিটিং জিনস-এর ফ্যাশন প্রতি বছরই থাকে তবে জিনস এর উপর নানা ধরনের কারুকাজ বিশেষ করে মেয়েদের জিনস-এ, প্রতি বছর আলাদা আলাদা সংযোজন হয়। এবারে হালকা ঢিলেঢালা অথবা বেলবটম জিনস খুবই পছন্দের তালিকায় দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে টি-শার্ট, ক্রপ টপ কিংবা এথনিক কুর্তি বেছে নিচ্ছেন তরুণীরা কুল লুক পেতে। সঙ্গে ট্রাই করতে পারেন ক্যাজুয়াল স্যুট। মেয়েরা এবং একটু বয়স্করা পছন্দমতন পালাজোও কিনছেন উৎসবের পরিবেশ ধরে রাখতে। ফ্লাওয়ার মোটিফ, জ্যামিতিক নকশার জমকালো প্রিন্টের জামা ছেলে মেয়ে সকলেই বেশ পছন্দ করছেন। লেপার্ড প্রিন্ট, জেবরা বা কার্টুন প্রিন্টের পোশাকও খুব হিট এবছর। লেগিংস কিন্তু পূজার কেনাকাটায় মাস্ট আইটেম। যারা জিনস পরতে চান না তারা অনায়াসে কুর্তির নীচে লেগিংস গলিয়ে ইন্সট্যান্ট শারদীয়া লুক তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন, সঙ্গে অবশ্যই থাকছে Fashion-এর জন্য ঝোলা দুল, কাঁধে ঝোলানো ব্যাগ।