ঋতুবদলের সময়টাতে মনের উপর একটা প্রভাব ফেলে। গ্রীষ্ম থেকে বর্ষা আসছে। আকাশে মেঘের ঘনঘটা চোখে পড়তে এখনও যদিও বেশ কিছুদিন বাকি তবুও মনে একটু একটু করে আশা জাগছে। বৃষ্টি এলে তবেই গরমের দাবদাহ একটু কমবে কিন্তু তাই বলে নিজেকে শ্যাবি করে রাখবেন কেন? মনে আনুন রঙের ছোঁয়া। আর সেই জন্যই হেয়ার কালারের সাহায্য নিন। আপনার লুক-এ বদল আনবে ফাংকি হেয়ার কালারস্। ফ্যাশনে কোন কোন রং এখন জনপ্রিয়তার শীর্ষে, সেগুলো শুধু একবার জেনে নিন।

ওয়েভি মিন্ট গ্রিন হেয়ার

এই প্যাস্টেল গ্রিন শেড আপনার মেক-ওভারে বেশ একটা বদল আনবে। বিচি (Beachy) ওয়েভস্-এর সঙ্গে মিলিয়ে যদি মিন্ট গ্রিন শেড-টা দেওয়া যায় চুলে, তাহলে একটা বার্বি ডল এফেক্ট আসবে আপনার মেক ওভার-এ।

রেব্যান হেয়ার উইথ হাইলাইট্স

চুলের গ্লসি ব্ল্যাক-এর সঙ্গে পিংক, পার্পল আর ব্লু-শেডস্-এর স্ট্রিকস্ লাগান। এই ধরনের কালার কম্বিনেশন-এ ভাইব্র্যান্ট শেড-এর সঙ্গে চুলের ব্ল্যাক কন্ট্রাস্ট– বেশ একটা পরিবর্তন আনবে আপনার লুকস্-এ।

ইউনিকর্ন হেয়ার

গর্জিয়াস ও ম্যাজিকাল অ্যাপিলের জন্য গ্রে ও পার্পল কম্বিনেশন করে হাইলাইট করলে, যে-কোনও ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গেই মানানসই হবে।

ডেনিম ব্লু হেয়ার কালার

নাম থেকেই স্পষ্ট, হেয়ার কালারিং-এর এই প্যাটার্নটি ডেনিম জিনস দ্বারা অনুপ্রাণিত। কেউ কেউ ব্লু-এর সঙ্গে সিলভার স্ট্র্যানড্স ও রাখছেন। এতে ওভারঅল লুক খুব হট হয়।

রেনবো হেয়ার

চুলে মাল্টিপল্ কালার ব্যবহার করে রেনবো লুক পেতে পারেন। বোল্ড অ্যান্ড স্মার্ট পার্সোনালিটির জন্য, অনেকেই পছন্দ করছেন এই রেনবো হেয়ার কালার।

টার্কোয়াইজ ব্ল্যাক

টার্কোয়াইজ-এর সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন-এ বরাবরই খুব ভাইব্র্যান্ট লাগে। তাই ব্ল্যাকের সঙ্গে মিলিয়ে মিশিয়ে কিছু স্ট্র্যানড্স ব্লু রাখলে, গোটা গেটআপটায় নজরকাড়া পরিবর্তন আসবে। এরপর হেয়ার টুইস্ট করে ক্লাচার আটকে রাখলে দারুণ স্টাইলিশ দেখাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...