ফ্যাশনের দুনিয়ায় রোজই নতুন হাওয়া, রোজই বহতা স্রোত। এই হাওয়ায় গা ভাসিয়ে তরুণীদের এখন লেটেস্ট উন্মাদনা বহুরঙা নেলআর্ট। কিন্তু এই আর্ট রপ্ত করার আগে কয়েকটি জরুরি বিষয় জেনে নিন।
Nail Art বানানোর আগে
- সকলেরই নিয়মিত ম্যানিকিওর করা উচিত। প্রথমে ম্যানিকিওর ক্লিপার বা কাটার দিয়ে নখ কাটুন। তারপর নেলফাইল দিয়ে আপনার ইচ্ছানুযায়ী রাউন্ড শেপ নয়তো স্কোয়ার শেপ দিন। তবে বর্তমানে স্কোয়ার কাট ভীষণভাবে ফ্যাশনে ইন।
- নেলপেইন্ট করার দু-তিন দিন আগে থেকে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার দিয়ে নখ মাসাজ করুন। পারলে সামান্য ঈষদুষ্ণ অলিভ অয়েলে নখ ডুবিয়ে রাখুন৷ এতে নখের রুক্ষতা দূর হবে।
- নেলপলিশ লাগানোর আগে ট্রান্সপারেন্ট নেলপেইন্ট-এর বেস কোট লাগাতে ভুলবেন না। এতে নখ সুরক্ষিত থাকবে।
- নেলপলিশ লাগানোর সময় নখের চারপাশের স্কিনেও নেলপলিশ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কখনওই তুলো দিয়ে এক্সট্রা রং মুছবেন না। বরং টিসু পেপার ব্যবহার করুন।
- সর্বদা ব্র্যান্ডেড কোম্পানির নেলপলিশ-ই বাছুন।
নেল আর্টের পদ্ধতি
বেস কালার :
নখের বেসটাই হল মেইন। তার উপরই নির্ভর করবে আপনার Nail Art কতটা সফিসটিকেটেড ও সুন্দর হবে। তাই প্রথমে যে-কোনও কালার দিয়ে নখের বেস তৈরি করুন। রেড, পিংক, ব্ল্যাক, হোয়াইট অথবা আপনার পছন্দের যে-কোনও একটি রং দিয়ে। যদি আপনি লাইট শেড পছন্দ করেন তাহলে লাইট শেডের পাশাপাশি কিছু ডার্ক নেলপলিশও রাখুন আপনার স্টকে। লাইট এর সঙ্গে ডার্ক ভীষণ ভালো কম্বিনেশন।
নেল আর্ট তৈরির আগে অবশ্যই জেনে নেওয়া দরকার— নেল আর্ট কত ধরনের, কীভাবে করতে হয় এবং কোন ইভেন্টের জন্য কোনটা পারফেক্ট। নেল আর্ট মূলত পাঁচ প্রকার-
- বেসিক নিডল নেল আর্ট
- মারবেল Nail Art
- ব্রাইডাল নেল আর্ট
- ব্রাশ নেল আর্ট
- ফাঙ্কি নেল আর্ট
বেসিক নিডল নেল আর্ট :
বেসিক নিডল নেল আর্টকে অ্যাডভান্স নেল আর্টও বলা হয়ে থাকে। তিনবার বেস কোট লাগানোর পরে সেন্টার থেকে শুরু করে নখের আগা বরাবর অন্য কালারের তিনটি বিন্দু লাগান। পরে ওই বিন্দুগুলির উপর আরও অন্য যে-কোনও রঙের দুটি অথবা তিনটি ডটস দিন।