নিশ্চিত আশ্রয়ের জায়গা হল বাড়ি। এমন ধারণা আমাদের বদ্ধমূল যে, বাড়ির চার দেয়ালের ভিতরে ঢুকে পড়তে পারলে আর কোনও বিপদের সম্ভাবনা থাকতে পারে না। কিন্তু জানেন কি, এমন বহু মারাত্মক অ্যাক্সিডেন্টস বাড়ির ভিতরেই হয় যার থেকে মানুষ বিকলাঙ্গ হয়ে পড়তে পারে এমনকী মৃত্যু পর্যন্তও হতে পারে। রাস্তাঘাটে তবুও আমরা সতর্ক থাকি কিন্তু বাড়িতে অ্যাক্সিডেন্ট Home accidents ঘটে সেই সময়, যখন আমরা খুব নিশ্চিন্ত হয়ে কোনও কাজ করছি তখন। এমন অসময়ে অঘটন ঘটতে পারে যে ডাক্তারি সাহায্যও পাওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু পর্যন্তও হতে পারে।

বাড়িতে অ্যাক্সিডেন্ট-এর ঘটনাগুলি বেশিরভাগই ঘটে শিশু, গৃহবধূ এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। আমরা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মুখ থেকে প্রায়শই এরকম অনেক ঘটনাই শুনতে পাই এবং দুঃখপ্রকাশ ছাড়া কিছুই করার থাকে না। সকলেরই উচিত, বাড়িতে কী ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা জেনে রাখা এবং পরিবারের আর সকলকেও এ ব্যাপারে সাবধান করা।

বাড়িতে অ্যাক্সিডেন্ট

*    পিছল মেঝে এবং সিঁড়িতে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

*    সিঁড়িতে কোথাও যদি অসমতল জায়গা থাকে অথবা ভাঙা থাকে তাহলেও হোঁচট খেয়ে পড়ার সম্ভাবনা থাকে।

*    রান্না করার স্টোভ যদি মেঝেতে রেখে রান্না করা হয়।

*    ঢিলেঢালা জামা অথবা শাড়ি পরলে ভয় থাকে জ্বলন্ত স্টোভ থেকে আগুন ধরে যাওয়ার।

*    ধারালো ছুরি অথবা ব্লেড থেকে আঙুল কেটে যেতে পারে।

*    ভাঙা কাচের টুকরোয় হাত কাটতে পারে অথবা খালি পায়ের তলায় কাচ ফুটে যেতে পারে।

*    বাথরুমে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা।

*    গ্রিল অথবা টেবিল চেয়ারের পায়ের সঙ্গে ধাক্বা লেগে বাচ্চারা অনেক সময় পড়ে যায়।

*    ইলেকট্রিকের জিনিস অথবা সুইচবোর্ড থেকে শক্ খাওয়ার সম্ভাবনা থাকে।

*    একটু অসাবধান হলেই, গরম ইস্তিরির ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা থাকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...