আমাদের সকলের একটা ধারণা আছে, ইন্টিরিয়র ডিজাইনিং কেবলমাত্র উচ্চবিত্তদের জন্য। ধারণাটা অংশত ঠিক, সবটা নয়। কারণ, একটা সময় ছিল যখন ইন্টিরিয়র ডিজাইনিং ছিল বিলাসিতা। সময় পালটেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনা, রুচিবোধও পালটেছে। সাজানো - গোছানো বাড়িতে থাকতে সবাই ভালোবাসে। সঙ্গতি না থাকায় বড়ো বাড়ির কনসেপ্ট বদলে এখন কেবল দুই বা তিন কামরার ফ্ল্যাটেই স্বর্গ গড়ে তোলার স্বপ্ন দেখেন মধ্যবিত্ত। ইন্টিরিয়র ডিজাইনারদের ভূমিকা হল আপনার স্বপ্নে দেখা একটি ছোট্ট সুন্দর, সাজানো ফ্ল্যাটকে বাস্তবে রূপায়িত করা।

কেউ কেউ তো শিফ্ট করেছেন স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট-এও। সামাজিক তথা অর্থনৈতিক চালচিত্রটা বদলে যাওয়াই এর মূল কারণ৷ এ যুগের তরুণ প্রজন্মের একা থাকার বা বড়োজোর সঙ্গীর সঙ্গে লিভ ইন করার প্রবণতা বাড়ছে৷ আবার দু-তিনজন বন্ধু মিলে একত্রে থাকার সিদ্ধান্তও নিচ্ছেন অনেকে৷ এসব ক্ষেত্রে একটা দু বা তিন কামরার  ফ্ল্যাটের পরিবর্তে চাহিদা বাড়ছে স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট-এর৷

এবার প্রশ্ন হল এই ধরনের অ্যাপার্টমেন্ট-এর অন্দরসাজ কেমন হবে?ধরে নেওয়া যাক এক নববিবাহিত দম্পতির দক্ষিণ কলকাতায় একটা ছোটো স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট আছে। ফ্ল্যাটের ফ্লোর প্ল্যানটা এইরকম– স্পেস-এর একদিকে লিভিং কাম ডাইনিং-এর ব্যাবস্থা, সঙ্গে লাগোয়া বারান্দা, একটি কিচেন, টয়লেট ও একটি বেড এরিয়া। বাজেট আশি হাজার থেকে এক লাখের মধ্যে।

এন্ট্রান্স

কথায় আছে ‘ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন’ তাই এন্ট্রান্সটিকে সুন্দরভাবে সাজানো দরকার। ভালো একটা নেমপ্লেট ,সঙ্গে সেরামিকের সুন্দর কিছু টবে প্লান্টস্, একটা ওয়াল হ্যাঙ্গিং আপনার এন্ট্রান্সের গেট্আপ পালটে দেবে।

Studio apartment Decoration tips

লিভিং এরিয়া

ঢুকেই লিভিং এরিয়া। আলাদা ঘর না হলেও স্পেস-টা ওভাবেই প্ল্যান করা। আমাদের নব-দম্পতির পছন্দ লো সিটিং অ্যারেজমেন্ট। প্রথাগত সোফাসেট না রেখে আমরা যদি কম বাজেটে একটু অন্যরকম ভাবনাচিন্তা করি। কাঠের চৌকির সঙ্গে সবাই পরিচিত। সহজে পাওয়া যায়। দামেও কম। একটি সিঙ্গল চৌকি কিনে তার চারটে পায়া কেটে উচ্চতা কমিয়ে নিন। যে-কোনও লোকাল কাঠের মিস্ত্রি করে দেবে। এরপর উড্ প্রাইমারে একটু টারমাইট মিশিয়ে ভালো করে পেইন্ট করান। এতে যদি কাঠে পোকা থাকে তাহলে মরে যাবে অথবা আগামী দিনে পোকা লাগবে না। এরপর সাদা, কালো অথবা গাঢ় বাদামি পেইন্ট করে দিন, চমৎকার একটি ডিজাইন তৈরি। ডিভানে চার ইঞ্চি ফোম-এর ম্যাটরেস্ রেখে, তাতে সুন্দর বেডকভার ও রং ম্যাচ করে কিছু লুজ কুশন রাখুন, আপনার ডিভান হয়ে উঠবে আকর্ষণীয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...