অতিমারির প্রকোপ এখন অনেকটাই স্তিমিত তবুও অনেককেই বাড়িতে থাকতে হচ্ছে। কেউ বেরোতে ভয় পাচ্ছেন তো কারও বাড়ি থেকে বেরনোর অভ্যাস একেবারেই চলে গেছে। স্কুল কলেজ খুললেও ছোটদের দৈনন্দিন কাজের পরেও থেকে যায় বেশ কিছুটা সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে কিছু গঠনমূলক কাজ আমরা সকলেই করতে পারি। এতে সময়ের সদ্ব্যবহারও হবে আর আমাদের কিছু শেখাও হবে। এছাড়া এই ধরনের কাজে যারা সিদ্ধহস্ত, তারাও চর্চাটা আরও একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মানুষের মধ্যে অনেক গুণ রয়েছে, চাইলে মানুষ পারে না এমন কোনও কাজ নেই। সুতরাং বোরডম কাটানোর জন্য কিছু Innovative skills বাড়িতে বসেই বাড়ানোর চেষ্টা করা যেতে পারে।

ক্যালিগ্রাফি : লেখার সুন্দর স্টাইল কাগজে ফুটিয়ে তুলতে কার না মন চায়। ক্যালিগ্রাফির সাহায্যে একটা বেসিক জিনিসকেও আকর্ষণীয় ভঙ্গিতে সকলের সামনে আপনি তুলে ধরতে পারবেন। বন্ধুদের জন্য গ্রিটিংকার্ড, ঘরের দেয়ালের সৌন্দর্য বাড়াবার জন্য পোস্টার ইত্যাদি সহজেই বানাতে পারেন জুলিটুরি ক্যালিগ্রাফি, ক্যালিগ্রসকেপ চ্যানেল দেখে।

অরিগামি : কাগজ কেটে ছোটো ছোটো জিনিস তৈরি করা, পাখি-জন্তুজানোয়ার বা মানুষের আকৃতির ছোটো ছোটো নমুনা তৈরি করে বাড়ি সাজানো সত্যি খুব মজার একটি কাজ। এই কাজে বড়োদের সঙ্গে সঙ্গে ছোটোরাও হাত লাগাতে পারে। প্রয়োজন শুধু রঙিন কাগজ, ছুরি, কাঁচি, পেপারকাটার, রুলার, আঠা, টেপ। তবে বাচ্চারা যেখানে রয়েছে, ছুরির বদলে প্লাস্টিক পেপারকাটার দিয়ে অনায়াসেই কাজ চালিয়ে নেওয়া যাবে। ইউটিউব দেখে সহজেই অরিগামি শেখা যেতে পারে। অরিগামি টিউটোরিয়ালস এবং পিপিও-২-এর মতন ইউটিউব চ্যানেলস দেখে খুব সহজে অরিগামি শিখে নেওয়া যেতে পারে।

বিদেশি ভাষা : ডুওলিংগো (Duolingo) বা এই ধরনের কোনও অ্যাপ ডাউনলোড করে বিদেশি ভাষা শেখার চেষ্টা করতে পারেন। যদিও কোনও নতুন ভাষা শেখা খুব একটা সহজ কাজ নয়। তবে কাজ চালাবার মতো ব্যাপার এই অ্যাপ থেকে শিখে নেওয়া যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...