ঘরের নানা সমস্যায় মুশকিল আসান করতে চিনির কোনও জুড়ি নেই। হাতের কাছে একটি sugar – এর কৌটো থাকলে সহজেই সামলাতে পারবেন নানা বিপর্যয়।

কাটা-ছেঁড়ায় : হঠাত্ কেটে গেলে রক্ত বন্ধ করতে ক্ষতের উপর চিনি ছড়িয়ে দিন। রক্ত পড়া বন্ধ হবে।

শিশুর ব্যথা উপশম : ব্যথা কমাতে সাহায্য করে। ভ্যাক্সিনেশনের আগে শিশুকে চিনি মিশ্রিত জল খাওয়ান। ব্যথা কম হবে।

ঝাল দূর করে : কোনও খাবার খেয়ে ঝাল লাগলে মুখ, গলা জ্বালা করে। জলের বদলে একটু চিনি খেয়ে নিন। আরাম হবে।

জিভের জ্বালা : খুব গরম চা খেতে গিয়ে জিভ পুড়ে গেছে। অথবা জিভে কামড় খেয়েছেন। চিনি লাগিয়ে নিলে সঙ্গে সঙ্গে আরাম পাবেন।

ঠোঁটের যত্নে : চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফাটা ঠোঁটে লাগান। রুক্ষ ত্বকের বদলে ঠোঁটের ত্বক নরম ও মসৃণ হবে।

হাতের যত্নে : হাতে অতিরিক্ত তেল, গ্রিজ, ময়লা লেগে থাকলে সাবান জলের সঙ্গে চিনি মিশিয়ে নিন। অলিভ অয়েল আর চিনি মিশিয়ে হাত পরিষ্কার করতে পারেন।

বডি স্ক্রাবার : চিনি ত্বক এক্সফলিয়েট করতে সাহায্য করে। অলিভ অযেল বা পাকা কলার সঙ্গে মিশিয়ে পুরো শরীর স্ক্রাব করতে পারেন।

আরশোলার উপদ্রব : রান্নাঘরে আরশোলার উপদ্রব বেশি হয়। একটি পাত্রে সমান পরিমাণ চিনি ও বেকিং সোডা মিশিয়ে রাখুন। আরশোলা চিনি খেতে আসলেই, বেকিং সোডায় দমবন্ধ হয়ে মারা যাবে।

ফুল সতেজ রাখতে : ফুলদানিতে ফুল সাজানোর সময় হালকা গরমজলে ৩ চা চামচ চিনি ও ২ টেবিল চামচ সাদা ভিনিগার মিশিয়ে রাখুন। ফুল বেশিদিন সতেজ থাকবে।

মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার : ১/৪ ভাগ কাপ চিনি নোংরা গ্রাইন্ডারে দিয়ে চালিয়ে দিন। তারপর ভালো করে ধুয়ে মুছে রাখুন।

জামাকাপড়ের দাগ দূর করতে : জামাকাপড়ে লাগা দাগ সহজে উঠতে না চাইলে, গরমজল ও চিনির ঘন পেস্ট তৈরি করে ১ ঘন্টা দাগের উপর লাগিয়ে রাখুন। তারপর কেচে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...