বিবাহ শব্দটার মানেই হল বিশেষ রূপে বহন করা। সুতরাং সামাজিকভাবে Wedding Ceremony করতে গেলে, স্বভাবতই কিছু আয়োজনের দায়দায়িত্ব বহন করতে হবে। সেই দায়িত্ব যতটা সুষ্ঠুভাবে পালন করবেন, অনুষ্ঠান ততই নিখুঁত হবে।

জীবনসঙ্গী খুঁজে নেওয়ার পাশাপাশি, কিংবা বুঝে নেওয়ার মতোই সমান গুরুত্বপূর্ণ হল বিয়ে সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র অথবা সাজ-সরঞ্জাম সময়মতো সংগ্রহে রাখা। এতে নির্ঝঞ্ঝাট এবং চিন্তামুক্ত থাকা যায় এবং Wedding Cedremony-কে সর্বাঙ্গীন সফল করে তোলা যায়।

নিমন্ত্রণ পত্র

-    বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর, প্রথমে নিমন্ত্রণযোগ্য অতিথিদের তালিকা তৈরি করুন। তবে বাজেট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে প্রয়োজনে তালিকা ছোটো করতেও দ্বিধা করবেন না।

-    বাজারে গিয়ে রুচিসম্মত নিমন্ত্রণ পত্র কিনে আনুন। এরপর অল্প কথায় ইংরেজি অথবা বাংলায় ম্যাটার (ইনভিটেশন স্ক্রিপ্ট) লিখে নিমন্ত্রণ পত্র ছাপতে দিন।

-    বিয়ের অন্তত পনেরো দিন আগে নিমন্ত্রণ পত্র আত্মীয়-স্বজনদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।

-    বন্ধুদের, নিজেই নিমন্ত্রণ পত্র দিয়ে আসুন। যদি ই-মেলে নিমন্ত্রণ জানান, তাহলে অন্তত একবার দূরভাষে নিমন্ত্রণ জানাতে ভুলবেন না।

 

কেনাকাটা

-    দল বেঁধে কেনাকাটা করতে যাবেন। কারণ সবাই মিলে দেখেশুনে কেনাকাটা করলে ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।

-    বিয়ের রীতিনীতি থেকে শুরু করে হনিমুন পর্যন্ত যা কিছু প্রয়োজন, সেগুলির তালিকা তৈরি করে কেনাকাটা করতে যাওয়া উচিত।

-    জীবনসঙ্গীর জন্য কোনওকিছু কিনতে হলে আগেই তাঁর পছন্দের ব্যাপারে জেনে নিন। প্রয়োজনে তাঁকে সঙ্গে নিয়েও কেনাকাটা করতে যেতে পারেন।

-    খুব পুরোনো গয়না বাড়িতে থাকলে তা বদলে নতুন ডিজাইনের গয়না গড়ে নিতে পারেন। তবে তা বিশ্বস্ত গয়নার দোকান থেকেই কেনা উচিত।

মণ্ডপসজ্জা

-    পেশাদার ডেকরেটর দিয়েই মণ্ডপ সাজানো উচিত।

-    ফুল, পাতা, পাটকাঠি, ওড়না, থার্মোকল প্রভৃতি দিয়ে আজকাল সুন্দরভাবে মণ্ডপ সাজানো হয়। আপনার পছন্দের বিষয়টি আগেই জানিয়ে দিন।

-    বন্ধু-বান্ধবদের বিয়ের মণ্ডপসজ্জা দেখে এবং ইন্টারনেটে সার্চ করে মণ্ডপ তৈরির আইডিয়া নিতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...