আমি ১৮ বছর বয়সি একজন ছাত্রী কলকাতার এক নামি প্রতিষ্ঠানে পড়ি আমার মা-বাবা হায়দরাবাদে থাকে গত এক বছর ধরে ২৫ বছর বয়সি একটি ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে একই ফ্ল্যাটে একসঙ্গে থাকছি আমার অভিভাবকেরা কেউই ব্যাপারটা জানেন না পরের বছর আমরা বিয়ে করব, ছেলেটির এই শর্তেই আমি ওর সঙ্গে লিভ-ইন রিলেশনে রাজি হয়েছিলাম

আমরা একসঙ্গে থাকার সুবাদে শারীরিক ভাবেই ঘনিষ্ঠ হয়েছি৷আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারি না৷কিন্তু সম্প্রতি ছেলেটি মত পরিবর্তন করেছে বলেছে আমরা একে অপরের জন্য ঠিকঠাক নই আমি ওর কথা শুনে প্রচণ্ড শক পেয়েছি

আমাকে দূরে সরাতে ও আমার সঙ্গে থাকতেও আর রাজি নয়৷ও এখন চায় আমি আমার কলেজ হস্টেলে ফিরে যাই এখন আমি কী করব? আমার এখন এমন অবস্থা, যে পড়াশোনাতেও মন দিতে পারছি না কী করব এই পরিস্থিতিতে?

 

দুর্ভাগ্যবশত আপনি এমন একটা ফাঁদে পা দিয়ে ফেলেছেন যেটা বহুদিন ধরে মেয়েদের এক্সপ্লয়েট করার সুযোগ হয়ে উঠেছে। Live in relationship –এর নাম করে, ছেলেরা বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের যথেচ্ছ ব্যবহার করছে। আপনার পুরুষবন্ধুটির এই অপরাধ আইনত দণ্ডণীয়, কারণ গত এক বছর আগে ছেলেটি যখন আপনার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিল, তখন আপনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন যেহেতু তখন আপনার বয়স ছিল ১৭ বছর। আপনি ছেলেটির বিরুদ্ধে কেস ফাইল করতেই পারেন তবে এতে সমাজে আপনারও বদনাম হবে।

সর্বপ্রথমে এই ছেলেটির সংস্পর্শ থেকে আপনার বেরিয়ে আসা উচিত৷ আপনি আপনার বিশ্বস্ত বন্ধুদের ব্যাপারটা জানান এবং ওদের সাহায্য চান, ছেলেটির মুখোশ খুলে দিতে। নিজেকে দোষী ভাবা ছাড়ুন– কারণ যা ক্ষতি হবার হয়েই গেছে। আপনার সামনে এখন ভবিষ্যৎ পড়ে আছে, বহু সুযোগও আসবে নিজেকে প্রতিষ্ঠিত করার। বিশ্বের বহু প্রতিষ্ঠিত পার্সোনালিটি কোনও না কোনও দুঃখজনক ঘটনা এবং ভুলের সঙ্গে লড়াই করে আজ নিজেদের জায়গা করে নিতে পেরেছেন। সুতরাং অতীতের ভুলের জন্য ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না। যদি নিজেকে খুব অবসাদগ্রস্ত মনে করেন তাহলে থেরাপিস্টের কাছে যেতে পারেন। সময় আপনার দুঃখ ধীরে ধীরে কমিয়ে দেবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...