আমি ২৩ বছর বয়সি যুবতি। ১ বছর আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী খুবই ভালো কিন্তু বিয়ের পর থেকেই আমি একটাই সমস্যার সম্মুখীন হচ্ছি। স্বামীর সঙ্গে শারীরিক মিলনে আমি কোনও সুখ, আনন্দ অনুভব করতে পারি না। সংসার করছি, এক ছাদের তলায় আছি, দায়িত্ব, কর্তব্য, পরিশ্রম সবই হচ্ছে কিন্তু কারও মনে কোনও আনন্দ নেই৷  অথচ সহবাসের সময় আমি পুরোপুরি ভাবে স্বামীকে সহযোগিতা করার চেষ্টা করি। বিয়ের আগে যদিও আমার কোনও অ্যাফেয়ার ছিল না তবুও এই বিয়ে করতে একেবারেই রাজি ছিলাম না। আমার এখন কী করা উচিত?

 

বিয়েতে বা সেক্স-এর প্রতি আপনার উদাসীনতার কারণ ঠিক বুঝতে পারলাম না। শ্বশুরবাড়ির পরিবেশ আপনার পছন্দ হয়নি নাকি স্বামী আপনাকে ভালোবাসেন না? সেক্স-এ রুচি কমবেশি সকলেরই থাকে। সেক্স-এর প্রতি অনিচ্ছা সত্ত্বেও কি স্বামীর সঙ্গে সহবাস করতে বাধ্য হন?

পারস্পরিক সমঝোতার উপর সেক্স-এর কোয়ালিটি ডিপেন্ড করে৷ আপনাদের মধ্যে সেক্সুয়াল কম্পাটিবিলিটি ঠিক কতটা এটা আপনাদের নিজেদের কাছে পরিষ্কার হওয়াটা খুবই জরুরী৷ অনেক সময় দেখা যায়, মহিলাদের মেনোপজের সময় এই ধরনের চাহিদা অত্যন্ত বেড়ে যায় বা কমেও যায়৷ এটি হরমোনাল ইমব্যালেন্সের কারণে ঘটে থাকে৷কিন্তু আপনার ক্ষেত্রে তো তা নয়৷

আমার মনে হয় আপনাদের কাপল কাউন্সেলিং করানো উচিত৷ জোর দেওয়া উচিত পারস্পরিক সহমর্মিতাকে ফিরিয়ে আনার উপর৷মনে রাখবেন তথাকথিত সেক্স বলতে আমরা যা বুঝি তার বাইরেও অনেকভাবেই দাম্পত্য জীবনে সেক্সুয়াল প্লেজার নেওয়া যায়৷ সঠিক কাউন্সেলিংয়ে দু’জনেই এগুলো শিখে নিজেদের জীবনের আনন্দ ফিরিয়ে আনতে পারবেন৷

জীবনকে পজিটিভ অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করুন। কোনওরকম সমস্যা থাকলে স্বামীর সঙ্গে বসে, কথা বলে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বৈবাহিক জীবনে সেক্স-এর একটা বড়ো ভূমিকা রয়েছে সুতরাং এর থেকে মুখ ফিরিয়ে নিলে স্বামীকেও সুখী করতে পারবেন না এবং বিয়ে ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। তার চেয়ে মনে আনন্দ রাখুন। পরিবেশ রোমান্স এবং ভালোবাসায় ভরিয়ে তুলুন। নিজে ভালো এবং আনন্দে থাকলে স্বামীকেও সুখী করতে অসুবিধা হবে না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...