মাই লাইফ ইজ ইন টোটাল মেস আমার একটি মেয়ের সঙ্গে গত পাঁচ বছর ধরে প্রেম ছিল কিন্তু হঠাৎই ইনটার্নশিপ করার সময় আমি অন্য একটি মেয়ের প্রেমে পড়ি অন্য শহরে নির্বান্ধব অবস্থায় ওই মেয়েটিই আমার সবকিছু হয়ে ওঠে যদিও তার দিক থেকে আমি প্রেমের কোনও সাড়া পাইনি সে শুধুই বন্ধুত্ব রাখতে চেয়েছিল সে আমাকে চুমু খেতে দিতেও রাজি ছিল না এদিকে এই মেয়েটিকে নিয়ে আমি মনে মনে অনেক দূর এগিয়ে গেছি এর সঙ্গেই ভবিষ্যতে গাঁটছড়া বাঁধব ভেবে আমার আগের প্রেমিকাকে সব বলে ব্রেকআপ করেছি কিন্তু আমার বর্তমান বান্ধবী আমায় হতাশ করেছে আমি পুরোনো প্রেমিকার কাছে ফিরে যেতে চাই কিন্তু আমার আগের প্রেমিকাও এখন আমায় গ্রহণ করতে রাজি নয় এই অবস্থায় আমি ক্রমশ হতাশায় ডুবে যাচ্ছি আমার জীবনটাকে আমিই নষ্ট করলাম মনে হচ্ছে কী করি? আত্মহত্যাই কি তবে আমার শেষ পথ?

আপনি বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাচ্ছেন, এটা একটা বিরাট পাওয়া। তাই প্রেম শেষ হয়ে গেল মানেই জীবনটা রাখার কোনও মানে হয় না, এমন ভাববেন না। আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার পুরোনো প্রেমিকাকে ঠকিয়ে অন্য মেয়েটির সঙ্গে প্রেম করবেন, তা তো ভাবেননি। কিন্তু ঘটনাটা ঘটেছে। আপনার প্রেমিকা থাকা সত্ত্বেও আপনার জীবনে অন্য কেউ এসেছে এবং তাকে আপনি ভালোবেসে ফেলেছেন। এমনটা স্বাভাবিক ভাবেই হতেই পারে। এতে দোষের কিছু নেই। এদিকে আপনার নতুন প্রেমিকা আপনাকে একই ভাবে ভালোবাসতে পারেনি। তার জন্য তাকেও দোষ দেওয়া যায় না।

আপনি এই মুহূর্তে একা। পুরোনো প্রেমিকার কাছেও ফিরতে পারছেন না। এটা দুর্ভাগ্যজনক ঠিকই কিন্তু ভেবে দেখুন আপনাদের সম্পর্কে নিশ্চয়ই কোনও ফাঁক ছিল, নইলে আপনার জীবনে দ্বিতীয় নারী আসবেই কেন? তাই পুরোনো প্রেমিকার কাছে ফিরতে পারলেন না বলেই জীবন শেষ হয়ে গেল তা নয়। মুভ অন। কে বলতে পারে, হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে আগামী দিনগুলিতে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...