আমার বয়স ৩৫ বছর এবং আমার বছরের একটি কন্যাসন্তান আছে - বছর আর সন্তান চাই না আমি কপার টি সম্পর্কে শুনেছি কিন্তু আমার বউদির মত হচ্ছে কপার টি লাগালে নাকি সন্তান ধারণের ক্ষমতা লুপ্ত হয় এছাড়াও Sex life ক্ষতিগ্রস্ত হয় এটা কি সত্যি এবং কপার টি কি আদৌ সুরক্ষিত?

কপার টি ইংরেজি অক্ষর টি-এর আকারের একটি ডিভাইস। এর সামনের দিকে একটি সুতো বার করা থাকে যেটা খুব সহজেই ভ্যাজাইনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ৬ থেকে ৭ বছর পর্যন্ত এটির কার্যক্ষমতা অক্ষুণ্ণ থাকে। এটি গর্ভধারণ আটকাবার সবথেকে সহজ ও সুরক্ষিত বিকল্প।

এর ব্যবহারে সন্তান ধারণের ক্ষমতা লোপ পায় এবং সেক্সুয়াল লাইফ নষ্ট হয়ে যায় এমন ধারণা ভুল। এটি গর্ভনিরোধক হিসেবে খুবই সফল কিন্তু অধিকাংশ মহিলারই এ বিষয়ে স্পষ্ট জ্ঞান নেই। সুতরাং লোকমুখে চলে আসা কথাই বেশি গুরুত্ব পায়।

এশিয়া মহাদেশে মাত্র ২৭ শতাংশ মহিলাই আইইউডি গর্ভনিরোধক ব্যবহার করেন। এতে একটা কথা পরিষ্কার করে বলা যেতে পারে যে, এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অথচ এটি লাগানো অত্যন্ত সহজ এবং কেউ গর্ভধারণ করতে চাইলেই এটি খুব সহজে বার করে ফেলাও যাবে।

প্রশিক্ষিত ডাক্তারের সাহায্যেই কপার টি লাগানো এবং বার করা উচিত। সহজলভ্য এই ডিভাইসটি মাসিকচক্রকেও কোনও ভাবে প্রভাবিত করে না।

 

love couples

আমার বয়স ২৫ বছর - মাস বাদে আমার বিয়ে আমার হবু স্বামী খুবই রোমান্টিক এবং নির্ভরযোগ্য আমাকে বলেছে ইন্টারকোর্স-এর আগে Oral Sex করাটাই তার বেশি পছন্দ আমার প্রশ্ন, ওরাল সেক্সে কোনও রকম ক্ষতি হয় কি?

শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্থাৎ হাইজিনের যদি পরিপূর্ণ খেয়াল রাখা হয় তাহলে ওরাল সেক্সে কোনও রকম ক্ষতি হয় না। বরং এটি যৌনতাকে আরও সন্তোষজনক করে তোলে।

কামসূত্র-তেও ওরাল সেক্স-কে একটি ন্যাচারাল ক্রিয়া বলা হয়েছে এবং এর নানা আসন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে।অজন্তা, ইলোরার গুহাচিত্রেও নর-নারীর মধ্যে ওরাল সেক্স-এর প্রক্রিয়াকে সুন্দর ভাবে প্রকাশ করা হয়েছে যেটা কিনা প্রমাণ করে যে অত বছর আগেও ওরাল সেক্স-এর প্রতি মানুষের সহজাত একটা আকর্ষণ ছিল। তবে ওরাল সেক্স-এর জন্য উভয়ের সম্মতির প্রযোজন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...