আমি একজন ইউনিভার্সিটি পাঠরত ছাত্রী। বন্ধুদের পাল্লায় পড়ে আমি সিগারেট খাওয়া শুরু করেছিলাম যার ফলে আমার ঠোঁট খুব কালো হয়ে গেছে। এখন Smoking ছেড়ে দিয়েছি কিন্তু ঠোঁটকে আবার স্বাভাবিক গোলাপি রঙে কীভাবে ফিরিয়ে আনব যদি পরামর্শ দেন? এছাড়া ঠোঁটের চারপাশ মাঝে মাঝে রুক্ষ হয়ে পড়ে। এ থেকে মুক্তির উপায় কী?

 সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে খুব ভালো করেছেন। এতে শুধু ঠোঁটই নয় শরীর স্বাস্থ্যও খারাপ হয়ে যায়। ঠোঁটের গোলাপি রং ফিরিয়ে আনতে সর্বপ্রথম স্ক্রাব করা শুরু করুন। ১/২ চামচ বাদাম তেলে মধু এবং চিনি অল্প একটু পিষে মিশিয়ে নিন এবং মিশ্রণটি দিয়ে রোজ ঠোঁট ঘষুন। এতে কালো হয়ে যাওয়া ত্বক ধীরে ধীরে বেরিয়ে যাবে। ১ চামচ চিনির মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিন। এটি ঠোঁটে লাগিয়ে কয়েক মিনিট স্ক্রাব করুন। এরপর ঠোঁট জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা ছাড়াও পাতলা একটুকরো লেবুর উপরে সামান্য ছিনি ছড়িয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন। চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু রোদে পোড়া কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করবে।

স্ক্রাব করার পর সামান্য দুধের সরে বীটরুটের কয়েক ফোঁটা রস মিশিয়ে নিন এবং ৪-৫ ফোঁটা মধু ঢালুন। এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে আধঘন্টা রেখে মুছে ফেলুন। ধীরে ধীরে আপনার ঠোঁটের গোলাপি রং ফিরে আসবে। শরীরেরও এটি কোনও ক্ষতি করবে না। ভুল করে মুখের ভিতর চলে গেলেও ঘাবড়াবার কিছু নেই।

ঠোঁটের চারপাশের ত্বকের রুক্ষতা দূর করতে রাতে শোয়ার আগে মাখন বা ঘি লাগান ঠোঁটে। ঠোঁটের হলদেটে ভাব হঠাতে গোলাপের পাপড়ি ব্যবহার করুন। এটি ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে ঠোঁটের রং গোলাপি করতে সাহায্য করবে। একটি পাত্রে গোলাপের পাপড়ি রেখে ওতে কিছুটা কাঁচা দুধ ঢেলে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন। পাপড়িগুলি পিষে পেস্ট বানিয়ে ঠোঁটে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। Smoking এর কালো দাগ কিছুদিন পর থেকেই কমতে শুরু হবে। ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে গ্লিসারিনের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান, ঠোঁট নরম থাকবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...