কাজল লাগাতে আমি খুব ভালোবাসি। কিন্তু Kajal লাগালেই চোখের চারপাশে কাজল ছড়িয়ে যায়। আমি চাই দীর্ঘ সময় চোখে কাজল টিকিয়ে রাখতে। কী করলে এই সমস্যা রোধ করতে পারব?

আজকাল মার্কেটে খুবই ভালো মানের কাজল কিনতে পাওয়া যায়। এগুলি ওয়াটারপ্রুফ এবং স্মাজপ্রুফ হয়। এই কাজল তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে না। এছাড়াও কাজল লাগাবার পর কাজল যাতে না ছড়িয়ে পড়ে তাই চোখের নীচে ওয়াটারপ্রুফ আইলাইনারের একটা লাইন টেনে নিন।

কাজল লাগাবার আগে মুখ অবশ্যই টোনার দিয়ে পরিষ্কার করে নেওয়া জরুরি। এতে ত্বকের অয়েলি ভাব দূর হয়ে যাবে এবং Kajal ছড়িয়ে পড়বে না। ঘাম যাতে না হয় তার জন্য সারা মুখে এবং চোখের চারপাশে বরফ ঘষে নিতে পারেন। আপনি যদি রোজ কাজল ব্যবহার করেন তাহলে চোখের নীচে ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিতে পারেন। এছাড়াও চোখের বাইরের কোণে ভালো করে পাউডার লাগিয়ে নিন। এতের চোখের কোণ শুকনো থাকবে। এরপর কাজল লাগান।

কাজল লাগানো হয়ে গেলে চোখের পাতায় সামান্য নিউট্রাল কালারের আইশ্যাডো ব্রাশ দিয়ে লাগিয়ে নিন। এতে কাজল তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং দীর্ঘসময় টিকেও থাকবে। আজকাল বাজারেও এমন অনেক Kajal কিনতে পাওয়া যায়, যেগুলি দীর্ঘ সময় ধরে চোখে থেকে যায়। সেরকম কাজল ব্যবহার করুন এবং খেয়াল রাখবেন সেগুলো যেন ভালো কোম্পানির হয়।

কাজল লাগাবার পর একটি পাতলা ব্রাশের সাহায্যে ব্রাউন ব্ল্যাক, পিংক গ্রিন অথবা ব্লু অর্থাৎ ড্রেসের সঙ্গে ম্যাচ করে কমপ্লিমেন্টারি কালারের আইশ্যাডো দিয়ে কাজলের ঠিক নীচে একটা লাইন টেনে নিতে পারেন, এতেও Kajal চারপাশে ছড়িয়ে পড়বে না। দীর্ঘকাল সৌন্দর্য ধরে রাখতে পারমানেন্ট কাজল লাগাতে পারেন। যেটি ১৫ বছরেরও বেশি দীর্ঘ সময় ধরে টিকে থাকে।

 

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...