সম্বন্ধ করে বিয়ে হয়েছিল আমাদের৷ আমরা নিঃসন্তান৷ মাত্র এক সপ্তাহ আগেও যদি কেউ আমাকে প্রশ্ন করতেন, আমার স্বামীকে নিয়ে আমি কতটা সুখী, উত্তরে আমি দৃঢ়তার সঙ্গে জানাতাম, আমরা দারুণ সুখী। কিন্তু গতকালই আমার স্বামী হঠাৎ জানালেন যে, আমার সঙ্গে তার সম্পর্কটা বড্ড একঘেয়ে হয়ে গেছে। এমনকী আমার সঙ্গে সেক্স-এও তিনি বিরক্তিবোধ করছেন। দীর্ঘ আলোচনার পর বিষয়টা জেনে বুঝে আমি ভীষণ কাঁদলাম কিন্তু আমার স্বামী তাতেও সহানুভূতি দেখালেন না, চুপ করে রইলেন। এখন আমি মর্মাহত। খুব ভেঙে পড়েছি। আমি জানি না আমার স্বামী আমার থেকে এখন ঠিক কী চান! আমাদের বিবাহিত জীবন দশ বছরের। আমার স্বামীর বয়স এখন ৪৫ বছর এবং আমার ৪০। এখন আমি কী করব?
আমাদের দেশে এই ধরনের ইশু নতুন কিছু নয়৷তাই ভেঙে পড়বেন না৷ বহু দম্পতির দীবনে এই হতাশাবোধ শুরু হয়৷ আপনার স্বামীর এখন যে সমস্যা দেখা দিয়েছে, তাকে বলা হয় ‘মিড-লাইফ ক্রাইসিস’। এই সময় ফেলে আসা জীবনের পাওয়া না-পাওয়ার হিসেব কষেন অনেকে। হয়তো তিনি আরও অনেক কিছু চেয়েও পাননি বিবাহিত জীবনে। হয়তো কর্মক্ষেত্রে কিংবা একান্ত ব্যক্তিগত কোনও সমস্যায় এখন জর্জরিত আপনার স্বামী। তিনি সমস্যামুক্ত হতে পারছেন না বলে জীবনটাই তার এখন একঘেয়ে লাগছে, সবকিছুতেই বিরক্তি অনুভব করছেন। অপনিও বিষয়টি আবেগ দিয়ে নয়, লজিক দিয়ে বোঝার চেষ্টা করুন৷ আর যেহেতু আপনার সুখী দাম্পত্য ছিল, তাই হঠাৎই সবকিছু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অতএব, আপনি কান্না থামিয়ে ধৈর্য ধরুন।সেকেস-এর ক্ষেত্রেও কিছুদিন সংযম রাখুন৷ অযথা এ নিয়ে জোরাজুরি করবেন না স্বামিকে৷ অপেক্ষা করুন কিছুদিন। দেখবেন, হয়তো আপনার স্বামীও একসময় ভার লাঘব করতে চাইবেন৷ আপনার সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যামুক্ত হওয়ার চেষ্টা করবেন, আর আপনিও হয়তো ফিরে পাবেন সুখী দাম্পত্য।