আমি ৩২ বছর বয়সি যুবক। আমার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। Kidney Transplant-এর আগে বেশ কিছুদিন আমাকে ডায়ালিসিস করাতে হয়েছিল। সম্প্রতি বিয়ে করেছি। অনেকের কাছে শুনেছি কিডনি প্রতিস্থাপনের পর যৌনসম্পর্ক গড়তে সমস্যা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমি কি স্বাভাবিক বিবাহিত জীবন কাটাতে পারব? যৌন সম্পর্ক স্থাপনে কোনও খারাপ প্রভাব পড়বে না তো? আমাকে একটু পরামর্শ দিলে ভালো হয়।

কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জারির পরে কি আপনি বিয়ে করেছেন? ডায়ালিসিস চলাকালীন অনেকে যৌনসমস্যায় ভোগেন ঠিকই কিন্তু ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পর যৌনসম্পর্ক উন্নত হয়। তবে কিছু কিছু জিনিস আর আগের মতো হয় না যেমন ব্লাড প্রেশার মেডিকেশান অপারেশান-এর আগের মতোই জরুরি হয়ে পড়ে। কিছু কিছু প্রেশারের ওষুধ যৌনসম্পর্ক গড়ার ইচ্ছা কম করে দেয় এবং ঠিকমতো যৌনসম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায়। আপনার ক্ষেত্রেও এরকম কিছু যদি ঘটে ডাক্তারকে বলে ওষুধ বদলে নিতে পারেন। আপনি যদি সুস্থ থাকেন, ট্রান্সপ্ল্যান্ট করা কিডনি যদি সঠিক ভাবে কাজ করে, ঠিকমতো যদি কর্মক্ষেত্রে কাজের চাপ নিতে পারছেন এবং ডাক্তারের দেওয়া ওষুধ সময়মতো খাচ্ছেন আর নিয়মিত ভাবে নিজের চেকআপ করাচ্ছেন তাহলে বুঝতে হবে আপনি শারীরিক ভাবে সুস্থ।

ডাক্তারের যদি কোনও রকম মানা না থাকে তাহলে স্বাভাবিক যৌন সম্পর্কে বাধা থাকা উচিত নয়। যে-সব পুরুষেরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে তাদের বেশির ভাগই স্বাভাবিক যৌন সম্পর্ক গড়তে সক্ষম। আপনার যৌনক্ষমতা যদি স্বাভাবিক হয়, হার্ট ও কিডনির কাজের ক্ষমতা ঠিক থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকলে স্ত্রীর মত নিয়ে যৌনসুখের আনন্দ গ্রহণ করতেই পারেন।

নিজের স্বাস্থ্য সম্পর্কে নিজেকেই সজাগ থাকতে হবে। সময়ে ওষুধ খাওয়া, নিয়ম করে চেকআপে যাওয়া, সব করতে হবে। Transplant করা কিডনির দরুন যদি কোনও সমস্যা না হয়, তাহলে আশা করা যায় বহুদিন আপনি সুস্থ জীবনশৈলী নির্বাহ করতে পারবেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...