সন্তান জন্মের পর থেকেই তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে মায়ের সঙ্গে৷ তারপর শিশু এক এক করে পরিবারের বাকি সদস্যদের চিনতে শুরু করে৷নবজাতকরা শুরু থেকেই মায়ের সঙ্গে কথা বলার বা মনের ভাব বোঝানোর চেষ্টা করে৷ওই সময় মায়েরাও প্রকৃতিগতভাবে, instinct থেকেই বুঝে ফেলেন শিশু কী চাইছে৷ যত বেশি শিশুর সঙ্গে কথা বলা হবে, সে তত বেশি করে interactive হয়ে উঠবে৷

এরপর একটা স্টেজ আসে যখন শিশুর মুখ থেকে মা-বাবা কথা শোনার জন্য উদগ্রীব হয়ে ওঠেন৷ সেটার জন্য অধৈর্য হলে কিন্তু চলবে না৷ মনে রাখতে হবে, শিশুর মুখে বুলি ফোটার প্রক্রিয়াটি শিশুর অন্যান্য শারীরিক বিকাশের তুলনায় বেশি সময় নিতে পারে। মুখে ভাষা ফোটা শিশুর সামগ্রিক বিকাশের দিকেও ইঙ্গিত করে।

কবে এবং কী ভাবে শিশু কথা বলতে শুরু করে?

শিশু জন্মানোর পর থেকেই ধীরে ধীরে কথা বলার প্রক্রিয়া শুরু হয়ে যায়। শিশুরা যে শব্দ করে থাকে, সে সবই একটু বেশি বয়সে তাদের কথা বলতে সাহায্য করে।ধীর গতিতে বাচ্চার মুখে বুলি ফোটে। তাই শিশুসুলভ ভাষা, যোগাযোগ পদ্ধতি সম্পর্কে অভিভাবকদের জ্ঞান থাকা উচিত। একেকটা বাচ্চার একেক রকম৷ একেকজনের ডেভেলপমেন্ট টাইমিং একেক রকম।

যখনই সময় পাবেন প্রচুর কথা বলুন বাচ্চার সাথে৷বাচ্চা কিছু বলার চেষ্টা করলে বা গলা দিয়ে অন্যরকম আওয়াজ করলে, আপনিও তার মতো করে আওয়াজ করে কিছু বলার চেষ্টা করুন। এতে বাচ্চা মায়ের সাথে আরও কথা বলার চেষ্টা করতে থাকে এবং অনেক শব্দ বুঝতে শেখে।অপনিও তার সাথে সহজ কিছু শব্দ ব্যবহার করে কথা বলুন।সহজ শব্দের উচ্চারণ ওরা রপ্ত করে তাড়াতাড়ি৷

এছাড়া গান করুন, ছড়া শোনান, ছবি দেখান৷শিশুর সাথে কোয়ালিটি time spend করুন৷ বাচ্চারা রিদিম পছন্দ করে৷ গান শুনতে, ছন্দ মেলানো ছড়া শুনতে বা রঙিন ছবি দেখতে খুব ভালোবাসে। টিভি বা কম্পিউটারের ওপর নির্ভরশীল না হয়ে, নিজের গলায় বাচ্চাকে গান গেয়ে শোনান। ছড়া বলতে বলতে নানারকম অঙ্গভঙ্গি করুন। এতে বাচ্চা মজা পেয়ে আপনার দিকেই তাকিয়ে থাকবে এবং ছড়ার শব্দগুলো বোঝার চেষ্টা করবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...