জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় অবশ্যই বিয়ে। কারণ, জন্ম থেকে মৃত্যু এই সফরপথে সবচেয়ে বেশি সময় জুড়ে থাকে দাম্পত্য জীবনযাপন। সাধারণত, শিক্ষাপর্বের পরে কর্মজীবনের নিশ্চয়তা তৈরি হওয়ার পর, বিয়ে করার সিদ্ধান্ত নেন এই প্রজন্মের বেশিরভাগ তরুণ-তরুণী। আর যেহেতু পারস্পরিক বোঝাপড়ার একটা সরু সুতোর উপর অবস্থান করে দাম্পত্য, তাই ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি। কিন্তু ভারসাম্য কতটা বজায় থাকবে কিংবা আদৌ থাকবে কিনা তা স্বামী-স্ত্রীর স্বভাব চরিত্র, মনন-মানসিকতা এবং আরও অনেক বিষয়ে উপর নির্ভর করবে। কোনও মানুষই হয়তো ১০০ শতাংশ পারফেক্ট হন না এটাই বাস্তব। কিন্তু ভালোর থেকে খারাপের পাল্লা ভারী হলেই বিপত্তি ঘটার প্রবল সম্ভাবনা থাকবে।

মনে রাখবেন, কোনও দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া মোটেই সুখকর নয়। কারণ, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাদের সঙ্গে নানা ভাবে জড়িয়ে থাকেন পরিবারের সদস্য এবং আত্মীয়রা। আর যদি সন্তান জন্মলাভের পরে বিবাহবিচ্ছেদ ঘটে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নির্দোষ সন্তান। কাজেই, বিচ্ছেদে শুধু মন ভাঙে না, নানা ভাবে অপূরণীয় ক্ষতি হয়, এমনকী অনেকসময় জীবনহানিও ঘটে যায়।

একটা সময় ছিল যখন সন্তানের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মা-বাবার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। কিন্তু সময় বদলেছে। গ্রাম থেকে শহর সর্বত্র তরুণ-তরুণীরা এখন বেশিরভাগই মা-বাবার সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য নন সবসময়। বরং, সিংহভাগ তরুণ-তরুণী বিয়ের ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নেন এখন। কিন্তু যৌবনের উন্মাদনা, অতিরিক্ত আবেগ, বোধবুদ্ধির অপূর্ণতা, ভালোমন্দের তফাত ঠিক মতো বুঝতে না পারা, অদূরদর্শিতা কিংবা হঠকারিতা প্রভৃতি কারণে জীবনসঙ্গী নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকেই। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্ষেত্রে যদি একবার কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে সেই ভুলের জন্য আজীবন মাশুল গুনতে হয় তাকে।

অনেকে ভেবে নেন, প্রেমের বিয়েতে পরস্পরের সম্পর্কে ভালো ভাবে জানা হয়ে যায়, তাই বিয়ের পরে বিপত্তি ঘটার সম্ভাবনা কম। না, সবসময় এই ভাবনা সঠিক হয় না। কারণ, প্রেমের বিয়েতে অতিরিক্ত আবেগ থাকে। আর অতিরিক্ত আবেগ বাস্তব থেকে দূরে সরিয়ে দেয়। এর ফলে, জেগে ঘুমোন অনেকে। অর্থাৎ, হবু জীবনসঙ্গীর দোষত্রুটি থাকা সত্ত্বেও, তা চোখে পড়ে না। এ অনেকটা ওই জলে পোঁতা বাঁকা কাঠিকে সোজা দেখতে লাগার মতো বিষয়। অনেকে তো আবার শুধু বাহ্যিক সৌন্দর্য  কিংবা ফিগার দেখে আকৃষ্ট হয়ে প্রেমে পড়েন এবং বিয়ে করে নেন। কিন্তু আপাতসুন্দর বাঘসিংহ যখন দাঁতনখ বসিয়ে দেয় শরীরে, তখন সেই হিংস্র রূপ দেখে ভুল সিদ্ধান্ত নিয়েছি বলে অনুশোচনা করে কোনও সুফল পাওয়া যায় না। অতএব, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। আর বিয়ের আগে অর্থাৎ কোর্টশিপ পর্বে জীবনসঙ্গীর সম্পর্কে কীভাবে এবং কোন কোন বিষয়ে জানলে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধে হবে, জেনে নিন সেই বিষয়ে---

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...