নানারকম কারণে জেদ করে বাচ্চারা। খিদে পেলে, ঘুম পেলে কিংবা শরীরে কোনও কষ্ট হলে যেমন জেদ করে, ঠিক তেমনই ভলোবাসার অভাববোধ করলেও জেদ করে। অনেক সময আবার নিজের প্রতি অতিরিক্ত দৃষ্টি আকর্ষণ করানোর জন্যও জেদ ধরে বাচ্চারা। কিন্তু অতিরিক্ত জেদ বাচ্চার শরীর ও মনে কুপ্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, জেদের কারণে ভবিষ্যতে অন্যের চোখে অপ্রিয় হয়ে উঠতে পারে। অতএব, বাচ্চার জেদ কমাতেই হবে। এর জন্য প্রধান দায়িত্ব নিতে হবে বাবা-মাকে। কিন্তু কীভাবে?

  • বাচ্চা যদি একাকিত্ব অনুভব করে কিংবা বিরক্তবোধ করে, তাহলে তার কান্নাকাটি বা চ্যাঁচামেচি বন্ধ করানোর জন্য কোনও কাজে তাকে ব্যস্ত রাখুন। যেমন খেলনা, আঁকা অথবা বড়োদের কাজে সাহায্য করতে বলুন। শাকসবজি বাছাবাছি, গুছিয়ে রাখা ইত্যাদিতেও ব্যস্ত রাখতে পারেন। প্রযোজন হলে বাসনপত্র এলোমেলো করে দিয়ে বাচ্চাকে গোছাতে বলুন
  • খিদে পাওয়ার কারণে যদি জেদ করছে মনে হয়, তাহলে তখন পছন্দের খাবার খাওয়ান বাচ্চাকে
  • সঠিক সময়ে ঘুম পাড়ান বাচ্চাকে এবং বাচ্চাকে অন্তত আট ঘন্টা ঘুমোনোর ব্যবস্থা করুন। কারণ, ঘুম ভালো হলে বাচ্চার মুড ভালো থাকবে এবং জেদ কমবে
  • বাচ্চা যখন জেদ করবে, তখন তাকে মারধর কিংবা অন্য কোনও ভাবে শাস্তি দেবেন না, এতে জেদ আরও বেড়ে যাবে। বরং উলটোটাই করুন, ওকে আদর দিয়ে অন্য কোনও ভাবে ব্যস্ত রাখুন, হাসাবার চেষ্টা করুন
  • বাচ্চাকে নিজের ভালোবাসা প্রকাশ করুন। যেন কোনও ভাবেই বাচ্চা অসহায়তা অনুভব না করে
  • বাচ্চার সামনে বড়োরা যেন ঝগড়া না করে। কারণ, ঝগড়া দেখলে ভয় পেয়ে বিরক্তি কিংবা জেদ দেখাতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...