ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যার জোরে গোটা পৃথিবী টিকে আছে। সেটা হতে পারে মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা,  প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রভৃতি।ভালোবাসা হলো এক ধরনের আবেগ, যা মনকে আবিষ্ট করে। সেই অনুভূতি সেই মুহূর্তকে ভালো লাগায়, সেই ভালো লাগা মানুষ বার বার পেতে চায়।

আসলে ভালোবাসার সম্পর্কের নির্দিষ্ট কোনও নাম নেই। এটির ব্যাপ্তি বিশাল। আপনি যে-নামের সাথেই একে জুড়ে দেবেন, তাকেই সে পূর্ণতা দেবে। তবে ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের এই জাদুর কাঠি, সবচেয়ে বেশি কার্যকর নারী ও পুরুষের প্রেমের মধ্যে। শুধু জানা দরকার Balanced relationship রাখা যাবে কী ভাবে?

ভালোবাসার মূল কথা বোঝানো সম্ভব নয়। ছোটো ছোটো অনুভূতিমালা ঘিরেই তৈরি হয় ভালোবাসা। কারো জন্য অপেক্ষা, কারো হাত শক্ত করে ধরে থাকা, ছায়াসঙ্গীর মতো থাকতে পারা, এমনকী খাবার ভাগ করে খাওয়া-- সবই তো ভালোবাসা।Love and marital relationships -এর এটাই সবচেয়ে ইতিবাচক দিক৷

ভালোলাগা থেকেই একটি সম্পর্কের শুরু, যার রেশ টেনে তৈরি হয় ভালোবাসা। এর চূড়ান্ত প্রাপ্তি ভালোবাসার মানুষটিকে বিয়ে করে একসঙ্গে সংসার পাতা। কেউ কেউ অবশ্য মনে করেন, যাকে ভালোবাসা যায় তাকে কখনওই পরিণয় ডোরে বাঁধতে নেই। তাহলে তা খুব একঘেয়ে দাম্পত্যের চেহারা নেয়। এই একঘেয়েমির কারণেই ভালোবাসা এসে তলানিতে ঠেকে।

কেউ কেউ মনে করেন, বিষয়টা মোটেই এমন নয়। বৈবাহিক সম্পর্ক মানুষকে অনেকটাই বদলে দেয়।এই নতুন সম্পর্কে আচরণে পরিবর্তন আসে। অনেক বদঅভ্যাসও দূর হয়। এমনকী মাদকাসক্তরাও আসক্তি-মুক্ত হতে পারে ভালোবাসার স্পর্শ পেয়ে। বিবাহের সম্পর্ক দায়িত্ববোধ তৈরি করে।তখন ভালোবাসা রূপান্তরিত হয় মায়ায়। আপনি আপনার ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছেন তা সম্পূর্ণ নির্ভর করে এই সম্পর্কের ওপর। তাই এই সম্পর্কে থাকা উচিৎ গভীরতা আর একে অপরকে বুঝতে পারার ক্ষমতা।

কখনও কখনও সঙ্গীকে বুঝতে ভুল হতে পারে। আপনার মনে হতে পারে… নাহ! এভাবে আর চলছে না। মনে হচ্ছে সবকিছুই শেষ। আর হয়তো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সম্পর্কটাকে। একসঙ্গে চলা যাচ্ছে না জীবনের পথে।ঠিক এমনটাই মনে হতে পারে আপনার। কিন্তু কেন?  খুব বেশি ভালোবাসা নিয়েও হয়তো একটা সময় দাম্পত্য জীবন হয়ে যায় একেবারেই অশান্তির।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...